আবহমান বাংলার টানে শ্রোতাপ্রিয় মালা

বিনোদন ডেস্ক:  প্রবাসী সঙ্গীত শিল্পী মালা এরই মধ্যে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। অস্ট্রেলিয়া প্রবাসী এই শিল্পী মাঝে মধ্যেই দেশ ও গানের টানে বাংলাদেশে আসেন। সম্প্রতি আবারও দেশে এসেছেন তিনি।

এবার প্রায় দুই মাস দেশে থাকার পরিকল্পনা আছে তার। আর এসেই নতুন খবর দিলেন মালা। বিজয় দিবস উপলক্ষে ঈগল মিউজিকের ব্যানারে মালার ‘আমার বাংলাদেশ’ নামে একটি গান প্রকাশ হয়েছে। শাহান কবন্ধের কথায় এ গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। আর ভিডিওটি পরিচালনা করেছেন হিমেল। গানটির মিউজিক ভিডিওতে সিলেট, ঢাকাসহ দেশের বিভিন্ন বিখ্যাত ও সুন্দর সব লোকেশন উঠে এসেছে।

মালা বলেন, ‘আমার বাংলাদেশ’ গানটি আগের করা। দেশের এই গানটি প্রকাশের জন্য অবশেষে মহান বিজয় দিবসকে আমরা বেছে নিয়েছি। গানটির কথা ও ভিডিওতে আবহমান বাংলার কথাই উঠে এসেছে, তবে একটু ভিন্ন আঙ্গিকে। আমার বিশ্বাস গানটি ভালো লাগবে সবার।

Leave a Reply

Developed by: TechLoge

x