ঢাকা-গৌহাটিতে চালু হচ্ছে বিমান ও নভোএয়ারের ফ্লাইট

নিউজ ডেস্কঃ শিগগির ঢাকা-গৌহাটি রুটে চালু হচ্ছে বাংলাদেশ বিমান ও বেসরকারি বিমানসংস্থা নভোএয়ারের ফ্লাইট। বুধবার বিকালে সচিবালয়ে ভারতের আসাম রাজ্যের অর্থমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মার নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন-এর এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ বিমান ও নভোএয়ারের ঢাকা-গৌহাটি ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠকে বিমান ও পর্যটন মন্ত্রী আগামী বছরের ৩-৪ ফেব্রুয়ারি আসামের রাজধানী  গৌহাটিতে অনুষ্ঠিতব্য বৈশ্বিক বিনিয়োগ সম্মেলন-এ অংশগ্রহণের জন্য পত্র পাঠানোর জন্য আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালকে ধন্যবাদ জানান।

আসামের অর্থমন্ত্রী জানান, ৩৪ মিলিয়ন জনসংখ্যা অধ্যুষিত আসাম ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে বড়রাজ্য। রাজ্য সরকার এখানে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির জন্য অবকাঠামোগত উন্নয়ন ও আইন প্রণয়ন করেছে, যেখানে বাংলাদেশি উদ্যোক্তারা কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, আইটি, পেট্রো কেমিক্যাল, ফার্মাসিউটিক্যালস ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি সেক্টরে বিনিয়োগের পূর্ণ সুবিধা গ্রহণ করতে পারে।এ ছাড়াও পাহাড় বেষ্টিত আসামের সাথে সাগর-নদী বেষ্টিত বাংলাদেশের মেলবন্ধন ঘটিয়ে পর্যটন শিল্প বিকাশের অমিত সম্ভাবনার পরিপ্রেক্ষিতে এ সংক্রান্ত একটি এমওইউ স্বাক্ষরের ঐকমত্য পোষণ করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন- আসামেরর প্রতিনিধি দলে গণপূর্ত মন্ত্রী পরিমল শুক্লাবৈদ্য, অলক কুমার, শ্যাম জগন্নাথ প্রমুখ। অপরদিকে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষে উপস্থিত ছিলেন- অতিরিক্ত সচিব মো. ইমরান ও আবুল হাসনাত জিয়াউল হক, যুগ্মসচিব এটিএম নাসির মিয়া ও হাবিবুর রহমান প্রমুখ।

Leave a Reply

Developed by: TechLoge

x