গুরুতর অসুস্থ নজরুল সংগীতশিল্পী খালিদ হোসেন

বিনোদন ডেস্কঃ প্রখ্যাত নজরুল সঙ্গীতশিল্পী একুশে পদকপ্রাপ্ত খালিদ হোসেন গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ধানমণ্ডি ল্যাবএইড হাসপাতালে ভর্তি রয়েছেন।সোমবার তার একমাত্র ছেলে আসিফ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে বলেন, খালিদ হোসেনকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে সকালে পোস্ট অপারেটিভ সেন্টারে নেয়া হয়েছে।আসিফ হোসেন আরও জানান, গত ১২ এপ্রিল থেকে খালিদ হোসেনের শারীরিক অবস্থার অবনতি ঘটে। তখন প্রথমে সিসিইউতে ছিলেন। ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সমস্যা নিয়ে তিনি ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি সেখানে অধ্যাপক ডা. আলী হোসেনের তত্ত্বাবধানে তিনি ভর্তি রয়েছেন।চিকিৎসকের বরাত দিয়ে আসিফ বলেন, ‘এখন তার শারীরিক অবস্থা ধীরে ধীরে ঠিক হচ্ছে। তবে এ ধাক্কা সহ্য করতে পারলেও, পরবর্তী ধাক্কা সহ্য করতে পারবেন কিনা তা বলা যাচ্ছে না’।

Leave a Reply

Developed by: TechLoge

x