যৌথ প্রযোজনা ছাড়া বিদেশি সিনেমা আমদানি নয়: আপিল বিভাগ
বিনোদন ডেস্কঃ ঈদুল ফিতর,ঈদুল আজহা,পূজা এবং পহেলা বৈশাখের সময় ভারতীয় বাংলা,হিন্দি ও পাকিস্তানি ছবিসহ বিদেশি ছবি আমদানি,বিতরণ ও প্রদর্শন করা যাবে না বলে আদেশ দিয়েছেন সুপ্রিমকোর্ট।তবে বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনার নির্মিত ছবি প্রদর্শনে কোনো বাধা নেই।বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ হাইকোর্টের আদেশের বিরুদ্ধ করা এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।জানা গেছে,নিপা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সেলিনা বেগমের করা এক রিটের পরিপ্রেক্ষিতে গত ১০ মে হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন।ওই আদেশের বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ চেম্বার বিচারপতির আদালতে আপিল করেন। পরে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আবেদনটির শুনানি শুরু হয়।
আজ আদালতে আপিল আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এএম আমিন উদ্দিন।সেলিনা বেগমের পক্ষে আইনজীবী আজমালুল হোসেন কিউসি শুনানি করেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী মনিরুজ্জামান আসাদ।আদেশের পর মনিরুজ্জামান আসাদ জানান, ভারতীয় বাংলা ও হিন্দি, পাকিস্তানি ছবিসহ বিদেশি ছবি আমদানির কারণে দেশীয় চলচ্চিত্রের ওপর দর্শক আগ্রহ হারাচ্ছে উল্লেখ করে সেলিনা বেগম এ বিষয়ে নির্দেশনা চেয়ে রিট করেছিলেন।এরপর হাইকোর্ট ঈদুল ফিতর, ঈদুল আজহা, পূজা এবং পয়লা বৈশাখের সময় ভারতীয় বাংলা ও হিন্দি, পাকিস্তানি ছবিসহ বিদেশি ছবি এবং যৌথ প্রযোজনার ছবি আমদানি, বিতরণ ও প্রদর্শন বন্ধের নির্দেশ দেন।মনিরুজ্জামান আসাদ জানান, হাইকোর্টের এই আদেশ সংশোধন করে আপিল বিভাগ আদেশ দিয়েছেন। এতে বিদেশি ছবি বন্ধের আদেশ বহাল রেখে যৌথ প্রযোজনার ছবি আমদানি, বিতরণ ও প্রদর্শন করা যাবে বলে উল্লেখ করা হয়েছ
ঈদ পূজা ও নববর্ষে বিদেশি ছবি নয় : হাইকোর্ট
ঈদুল ফিতর, ঈদুল আজহা, পূজা এবং পহেলা বৈশাখের সময় ভারতীয় বাংলা, হিন্দি ও পাকিস্তানি ছবিসহ বিদেশি ছবি আমদানি, বিতরণ ও প্রদর্শন করা যাবে না বলে আদেশ দিয়েছেন সুপ্রিমকোর্ট।তবে বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনার নির্মিত ছবি প্রদর্শনে কোনো নিষেধাজ্ঞা দেননি সর্বোচ্চ আদালত।বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ হাইকোর্টের আদেশের বিরুদ্ধ করা এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।জানা গেছে, নিপা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সেলিনা বেগমের করা এক রিটের পরিপ্রেক্ষিতে গত ১০ মে হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন।ওই আদেশের বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ চেম্বার বিচারপতির আদালতে আপিল করেন। পরে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আবেদনটির শুনানি শুরু হয়।
আজ আদালতে আপিল আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এএম আমিন উদ্দিন।সেলিনা বেগমের পক্ষে আইনজীবী আজমালুল হোসেন কিউসি শুনানি করেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী মনিরুজ্জামান আসাদ।আদেশের পর মনিরুজ্জামান আসাদ জানান, ভারতীয় বাংলা ও হিন্দি, পাকিস্তানি ছবিসহ বিদেশি ছবি আমদানির কারণে দেশীয় চলচ্চিত্রের ওপর দর্শক আগ্রহ হারাচ্ছে উল্লেখ করে সেলিনা বেগম এ বিষয়ে নির্দেশনা চেয়ে রিট করেছিলেন।এরপর হাইকোর্ট ঈদুল ফিতর, ঈদুল আজহা, পূজা এবং পয়লা বৈশাখের সময় ভারতীয় বাংলা ও হিন্দি,পাকিস্তানি ছবিসহ বিদেশি ছবি এবং যৌথ প্রযোজনার ছবি আমদানি, বিতরণ ও প্রদর্শন বন্ধের নির্দেশ দেন।মনিরুজ্জামান আসাদ জানান, হাইকোর্টের এই আদেশ সংশোধন করে আপিল বিভাগ আদেশ দিয়েছেন। এতে বিদেশি ছবি বন্ধের আদেশ বহাল রেখে যৌথ প্রযোজনার ছবি আমদানি, বিতরণ ও প্রদর্শন করা যাবে বলে উল্লেখ করা হয়েছে।