৮ জুলাই লন্ডনে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান
ডেইলিইউকেবাংলা।। আগামী ৮ জুলাই রোববার লন্ডনে আয়োজিত হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। চট্টগ্রামবাসীর এই আয়োজনে মেজবানি খাবারের পাশাপাশি থাকবে মনমাতানো সাংস্কৃতিক আয়োজন। যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রামবাসীর প্রতিনিধিত্বকারী শীর্ষ সংগঠন গ্রেটার চিটাগং অ্যাসোসিয়েশন এর আয়োজক। সংগঠনটি এবার তৃতীয়বারের মতো বিশাল ও ব্যয়বহুল এই আয়োজন করছে।
পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে বসছে এবারের আয়োজন। সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে চট্টগ্রামবাসীর জমজমাট এই মিলনমেলা। আয়োজনটি চট্টগ্রামবাসীর হলেও যুক্তরাজ্যে বসবাসরত যেকোনো অঞ্চলের বাংলাদেশিরা এতে অংশ নিতে পারেন। অনুষ্ঠানে প্রবেশ মূল্য জনপ্রতি ১০ পাউন্ড। তবে পরিবারের ৫ বছরের কম বয়সীদের জন্য কোনো ফি দিতে হবে না। এবার প্রায় তিন হাজার লোকের জন্য খাবারের আয়োজন করা হচ্ছে বলে জানান আয়োজকেরা। তবে আগে এলে আগে পাবেন ভিত্তিতে খাবার পরিবেশন করা হবে।
দিনব্যাপী মেজবানি খাবারের পাশাপাশি চলবে চট্টগ্রামের ঐতিহ্যবাসী আঞ্চলিক গান, নাচ ও নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে গান গাইতে বাংলাদেশ থেকে আসছেন জনপ্রিয় বাউল শিল্পী ফকির শাহাবুদ্দিন। থাকছেন পাঞ্জাবিওয়ালা খ্যাত শিল্পী শিরিন জাওয়াদ। চট্টগ্রামের মেয়ে লাবণী বড়ুয়া ও রুবাইয়াত জাহান।
যুক্তরাজ্যের গ্রেটার চিটাগং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, মেজবানির খাবার নিয়ে বিশেষ একটা আকর্ষণ রয়েছে সবার। মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনও থাকছে। তবে সব ছাপিয়ে এটি যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা চট্টগ্রামবাসীর মিলনমেলা। অন্যান্য দেশ থেকে চট্টগ্রামের বিশিষ্টজনেরা এবারের আয়োজনে যোগ দেবেন বলে জানান তিনি।
মনোয়ার হোসেন বলেন, চট্টগ্রামের ঐতিহ্য ধরে রাখতে সংগঠন থেকে বড় অঙ্কের ভর্তুকি দিয়ে মেজবানি ও এই মিলনমেলার আয়োজন করা হয়। নিজেদের ঐতিহ্য উদ্যাপনে শামিল হতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।