জাতীয় চলচ্চিত্র পুরস্কার- ২০১৬বিমানে যাতায়াতের সময় সিনেমা দেখি: প্রধানমন্ত্রী
ডেইলিইউকেবাংলা নিউজঃ রোববার (৮ জুলাই) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬ প্রদান করেন প্রধানমন্ত্রী।এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,আমাদের দেশে এখন অনেক ভালো সিনেমা হয়।সবসময় তো দেখতে পারি না,তবে বিমানে যাতায়াতের সময় সিনেমা দেখি।ঐ একটাই সুযোগ,নিরিবিলি দেখি।এর বাইরে তো সময় পাই না। সারাদিন মিটিং আর ফাইল নিয়ে ব্যস্ত থাকতে হয়।মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আমাদের চলচ্চিত্রকে এগিয়ে নিতে হবে।আমরা বিজয়ী জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে থাকতে চাই।শিল্পের দিক দিয়েও আমরা এগিয়ে যেতে চাই।বিশেষ করে চলচ্চিত্রে আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই।
প্রধানমন্ত্রী ওয়াদা করে বলেন,চলচ্চিত্রের উন্নয়নে যা-যা করা দরকার, আমার পক্ষ থেকে সব করবো।আমি আশা রাখি,চলচ্চিত্র শিল্পীরা আরো আধুনিক হবেন,আমাদের দেশ এখন ডিজিটাল, সুতরাং চলচ্চিত্রেও আধুনিক পদ্ধতি আসুক,ভালো সিনেমা আসুক। যেগুলো সমাজ পরিবর্তনে ভূমিকা রাখবে।বক্তব্যের আগে প্রধানমন্ত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬ বিজয়ীদের হাতে মেডেল,ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।