বাবার গিটার নিয়ে মঞ্চে গাইলেন আইয়ুব বাচ্চুর ছেলে

বিনোদন ডেস্কঃ ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুকে ছাড়া চট্টগ্রামে এই প্রথম গান করলো এলআরবি। তার গিটার নিয়ে দর্শকের আহ্বানে মঞ্চে গান করেছেন ছেলে আনাফ তাজোয়ার আইয়ুব। সঙ্গে গলা মিলিয়েছেন মেয়ে ফায়রুজ সাফরা। অসময়ে বাবাকে হারানোর বেদনায় দুই ভাই-বোনের চোখ ছিল অশ্রুতে পরিপূর্ণ।

আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘সেই তুমি অচেনা হলে’ গানটি গেয়ে শোনান আনাফ তাজোয়ার আইয়ুব। এসময় তিনি বলেন, আপনারা সবাই এমনভাবে উচ্চস্বরে গাইবেন,যেন আমার বাবা উপর থেকে শুনতে পারে। আপনাদের কাছ থেকে শুধু আমার বাবার জন্য দোয়া চাই।মেয়ে ফায়রুজ সাফরা বলেন, বড় অসময়ে আমার বাবা চলে গেলেন।আপনারা এমনভাবে গাইবেন যেন আমার বাবা শুনে বলে- আমি এই তো আছি, তোমাদের সাথে আছি।

গত ১৮ অক্টোবর বিশ্বজুড়ে কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান একাধারে গায়ক, গীতিকার, সুরকার এবং প্লেব্যাক শিল্পী আইয়ুব বাচ্চু।

Leave a Reply

Developed by: TechLoge

x