শেখ হাসিনার নির্বাচনী প্রচারণায় রিয়াজ-ফেরদৌস

বিনোদন ডেস্কঃ আজ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন নির্বাচনী প্রচার। সকালে তিনি যান জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।সেখানে দুই দিনের সফরে বেশ কিছু জনসভায় অংশ নেবেন তিনি।এই প্রচারকাজে অংশ নিচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই নায়ক রিয়াজ ও ফেরদৌস।দুজনই রয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে।

টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে প্রচার শুরু করেন প্রধানমন্ত্রী। আজ ও আগামীকাল কয়েকটি জনসভায় অংশ নেবেন তিনি। সেগুলোতে থাকবেন এ দুই নায়ক।রিয়াজ বলেন,প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের যে ট্রেন ছুটছে, সেটাকে অব্যাহত রাখতে হবে।সেই মিশন নিয়েই কাজ করছেন উন্নয়নে বিশ্বাস রাখা দেশের প্রতিটি মানুষ।আমিও তাদের একজন হতে পেরে আনন্দিত।

রিয়াজ আরো বলেন,নিজের নির্বাচনী প্রচারণায় যুক্ত করে প্রধানমন্ত্রী আমার ও ফেরদৌসের ওপর যে আস্থা দেখিয়েছেন,তা সংস্কৃতি জগতের জন্য ইতিবাচক বলেই মনে করি।গত ১০ বছরে যে সরকার, যে মানুষটি শিল্পীদের জন্য অনেক কিছু করেছেন,সেই সরকার ও সেই মানুষের জন্য আমরা কিছু করতে পারার সুযোগ পেয়েছি বলে নিজেকে ধন্য মনে করছি।এ বিষয়ে চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পেরে ভালো লাগছে।আমি ও রিয়াজ ভাই আছি।আগামীকাল পর্যন্ত চলবে প্রচারণা।দুদিনের মিটিং-মিছিল শেষ করে আগামীকাল ঢাকায় ফিরব আমরা।এর আগে গত সেপ্টেম্বরে জাতিসংঘের ৭২তম অধিবেশনে যোগ দিতে আমেরিকায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সে সময়ও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন রিয়াজ ও ফেরদৌস।

Leave a Reply

Developed by: TechLoge

x