বেগমগঞ্জে ২ যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা
নিউজ ডেস্ক,বেগমগঞ্জঃ নোয়াখালীর বেগমগঞ্জের দুইজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুবৃত্তর্রা। শনিবার সকালে একলাশপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উত্তর একলাশপুর গ্রামের সেলাইমানের ছেলে মো. আলী ও আবদুল কাদেরের ছেলে রবিন (২২)।নোয়াখালীর পুলিশ সুপার জানান, ভোরে একলাশপুর বাজারের পূর্বদিকে ভিআইপি সড়কের পাশে একদল দুর্বৃত্ত রবিনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে স্থানীয় চৌকিদার বাড়ির পুকুরের লাশ ফেলে দেয়। এরপর তারা মো. আলীকে ধাওয়া করে করে তার ফুফুর ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করে। আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষ গ্রুপের সন্ত্রাসীর এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।সকালে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ।নিহত মো. আলীর বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, মাদক ও দ্রুত বিচার আইনে পাঁচটি মামলা রয়েছে বলে জানান এসপি।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)