সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশিসহ নিহত ৯
নিউজ ডেস্কঃ সৌদি আরবের আল বাহা প্রদেশে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকসহ নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয় জন। শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনায় ঘটে।সৌদি গেজেট এক প্রতিবেদনে জানিয়েছে, হতাহতরা একটি ক্যাটারিং কোম্পানির হয়ে বালজুরাসি হাসপাতালে খাবার বিতরণের কাজ করতেন। ছুটির দিন কাটাতে কুনফুদা পাহাড়ি এলাকায় গেলে তাদের গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়।নিহতদের মধ্যে তিন বাংলাদেশি হলেন— ব্রাহ্মণবাড়িয়ার মালাম মিয়া, নরসিংদীর আলাম তুহিন ও কুমিল্লার সাইফুল ইসলাম। এছাড়াও গুরুতর আহত অপর এক বাংলাদেশি নাগরিককে বাদশাহ ফয়সাল হাসপাতালে পাঠানো হয়েছে। সাইফুল ইসলামের বাড়ি কুমিল্লায়, মালাম মিয়ার বাড়ি ও তে।এছাড়া নিহতদের মধ্যে চার মিশরীয় ও দুই ভারতীয় নাগরিক রয়েছেন।