শাহরুখ খানের সঙ্গে প্রতিমন্ত্রী পলকের এক ঝলক!
নিউজ ডেস্কঃ সম্প্রতি সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ক্রিস্টাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আর একই অনুষ্ঠানে বিশেষ সম্মাননা নিতে হাজির ছিলেন বলিউডের তারকা অভিনেতা শাহরুখ খান!
এমন আয়োজনেই এক ফাঁকে বলি তারকা শাহরুখের সঙ্গে এক ঝলক সাক্ষাৎ হয়েছিলো জুনাইদ আহমেদ পলকের। আর তখনি বলিউড বাদশার সঙ্গে মুহূর্তটাকে ধারন করতে একটি সেলফি নেন পলক। পরবর্তীতে যা নিজের ফেসবুকে পোস্ট করেন তিনি।দীর্ঘদিন ধরেই শিশু ও নারী অধিকার সুরক্ষায় কাজ করেছে শাহরুখের স্বেচ্ছাসেবী সংগঠন ‘মির ফাউন্ডেশন’। এই বিশেষ কাজে তার সম্পৃক্ততা থাকার স্বীকৃতিস্বরূপ ২৪তম ক্রিস্টাল অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয় শাহরুখকে। সম্মাননা নিতেই সম্প্রতি সুইজারল্যান্ড গিয়েছিলেন তিনি।এদিকে একই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জুনাইদ আহমেদ পলক। আর দেখা হওয়ার পর শাহরুখের সঙ্গে একটি সেলফি তুলে ফেসবুকে তিনি লিখেন, ‘আমার প্রিয় একজন অভিনেতা শাহরুখ খানের সঙ্গে। ছবিটি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ক্রিস্টাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তোলা।ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ২৪ তম ক্রিস্টাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন বসে সুইজারল্যান্ডের দাভোসে। যেখানে শাহরুখ খান ছাড়াও পুরস্কৃত হয়েছেন বিখ্যাত গায়ক ও সুরকার স্যার এলটন জন এবং অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেট।