একুশে বইমেলায় কবি মিল্টন রহমানের ‘স্নোড্রপ চুম্বনেরা’
ডেইলিইউকেবাংলা।। আবার বছর ঘুরে অমর একুশে গ্রন্থমেলা আসছে ‘জাতির মননের প্রতীক’ বাংলা একাডেমি প্রাঙ্গণে। বইমেলা মানেই লেখক-পাঠক-প্রকাশকের মিলন মেলা। ফেব্রুয়ারির বইমেলা শুধু একটি মেলাই নয়—এটি এখন রূপান্তরিত হয়েছে ঐতিহ্যে।
আগামী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে কবি মিল্টন রহমানের কাব্যগ্রন্থ ‘স্নোড্রপ চুম্বনেরা’পাঠকগণ একুশে বইমেলায় আগামী প্রকাশনী প্যাভিলিয়ন নাম্বার ১০ থেকে ‘স্নোড্রপ চুম্বনেরা’ সংগ্রহ করতে পারবেন। গ্রন্থটির চমৎকার প্রচ্ছদ করেছেন শিল্পী নির্ঝর নৈ:শব্দ্য।
এ ছাড়াও এই কবির আরো পাঁচখানা গ্রন্থ একুশের বইমেলায় পাওয়া যাচ্ছে
প্রবন্ধগ্রন্থ ‘কবি শহীদ কাদরী ও অন্যান্য প্রবন্ধ‘ প্রকাশক: আগামী প্রকাশনী, ২০১৭, পাওয়া যাবে প্যাভিলিয়ন নাম্বার ১০ এ। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন খ্যাতিমান শিল্পী আবু জাফর।
কাব্যগ্রন্থ ‘চূর্ণকাল‘ প্রকাশক: আগামী প্রকাশনী, ২০১০, পাওয়া যাবে প্যাভিলিয়ন নাম্বার ১০ এ। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।
গল্পগ্রন্থ ‘নকশাপুরাণ‘ ২০১৫, প্রকাশক: বিদ্যাপ্রকাশ। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈ:শব্দ্য। পাওয়া যাবে বিদ্যা প্রকাশের স্টলে।
কাব্যগ্রন্থ ‘নিষঙ্গ‘ প্রকাশক:আড়িয়াল, ২০১২। এ গ্রন্থের প্রচ্ছদ করেছেন মার্জিতা প্রিমা।
গল্পগ্রন্থ ‘ব্রুটাস পর্ব এবং কর্তার শারীরিক অবনতি‘ ২০০২, প্রকাশক: ছায়ালোক।
সবগুলোই গ্রন্থই বইমেলায় পাওয়া যাবে।