বাংলাভাষী’র প্রতিষ্ঠা বার্ষিকী ও সপ্তর্ষি’র প্রকাশনা অনুষ্ঠিত

এম এ জামান, বিশেষ প্রতিনিধি।।  লন্ডন ভিত্তিক অনলাইন পোর্টাল “বাংলাভাষী” চার বছর পুর্ন করে পাঁচ বছরে পা রেখেছে। এ উপলক্ষে বাংলাভাষীর সম্পাদক অলিউর রহমান খাঁন আয়োজন করেন প্রতিষ্ঠা বার্ষিকী মনোরম সন্ধ্যার। সাথে ছিলো তারই সম্পাদনায় প্রকাশিত ইঙ্গ-মার্কিন সাত মহিলা কবির কাব্যগ্রন্থ সপ্তর্ষি’র প্রকাশনা অনুষ্ঠান।

গত ২৬ ফেব্রুয়ারি বুধবার রাত ৮ টায় পুর্ব লন্ডনের মাইক্রোবিজনেস সেন্টারে উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রস মিনিস্টার আশিকুন্নবী চৌধুরী। সাংবাদিক, লেখক, কবি, রাজনীতিবিদ, সামাজিক ও কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে অত্যন্ত হৃদয় গ্রাহী।

বাংলাভাষী সম্পাদক অলিউর রহমান খাঁনের সভাপতিত্বে ও সাংবাদিক দেওয়ান আবু সায়েম চৌধুরীর প্রাণবন্ত উপস্থাপনায় প্রথম পর্বের শুরুতে অতিথিবৃন্দ সপ্তর্ষি’র মোড়ক উন্মোচন করেন এবং প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। আর দ্বিতীয় পর্বে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রধান অতিথি আশিকুন্নবী চৌধুরী বাংলাভাষী অনলাইন পত্রিকার সাফল্য কামনা করে স্থানীয় ইস্যু গুলো গুরুত্ব সহকারে প্রকাশের তাকিদ দেন। সপ্তর্ষি’র প্রশংসা করে তিনি বলেন প্রবাসের ব্যস্ততার মধ্যেও মহিলারা যেভাবে বাংলা ভাষার চর্চা করেছেন তা এক অনুকরনীয় দৃষ্টান্ত। সব মায়েরা তাদের শিশুদের বাংলা শিখালে প্রবাসেও বাংলাভাষা অনেক বেচে থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি মো: এমদাদুল হক চৌধুরী, সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, সিনিয়র সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী, সপ্তাহিক জনমতের সহকারী সম্পাদক মুসলেহ উদ্দিন, দর্পন সম্পাদক রহমত আলী, কবি আতাউর রহমান মিলাদ। কাব্যগ্রন্থের উপর পর্যালোচনা পেশ করেন মুজিবুল হক মনি। কাব্যগ্রন্থ থেকে আবৃত্তি করেন বিশিষ্ঠ আবৃত্তি শিল্পী নজমুল হোসেন। লেখকদের মধ্য থেকে আবৃত্তি করেন ফাহমিদা ইয়াসমিন, মরিয়ম চৌধুরী, সাহারা খাঁন ও নুরজাহান শেলী।

Leave a Reply

Developed by: TechLoge

x