ফকির আলমগীর ও সৌমেন অধিকারীকে নিয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের ঈদ-পুনর্মিলনী অনুষ্ঠিত (ইউকেবাংলা টিভি নিউজ সহ )
ডেইলিইউকেবাংলা নিউজঃ দুই বাংলার দুই প্রখ্যাত সংগীত শিল্পী বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীর ও সৌমেন অধিকারীকে নিয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম যুক্তরাজ্য উদযাপন করলো ঈদ-পুনর্মিলনী অনুষ্ঠান।
৫সেপ্টেম্বর বুধবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদের সঞ্চালনায় ও সভাপতি মোহাম্মেদ নাজিমুদ্দিনের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত ঈদ-পুনর্মিলনীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম যুক্তরাজ্যের অন্যতম উপদেষ্টা হুসনে আরা মতিন, , যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক লুৎফুর রহমান সায়াদ, মহিলা আওয়ামীলীগ নেত্রী নাজমা হোসেন, ফোরামের সহ সভাপতি আসুক আহমেদ , রাবেয়া জামান জুসনা , সঙ্গীত বিষয়ক সম্পাদক আব্দুল মালিক ,হেনা বেগম , আসমা আলম , শিশু বিষয়ক নাছির উদ্দিন আহমেদ ফয়সাল , ইমাম উদ্দিন ,হেলাল চৌধুরী , যুবলীগনেতা জুবায়ের আহমেদ , শ্রমিকলীগ নেতা আব্দুল বাছির , এম ইকবাল হোসেন ,সৈয়দ বেলাল, কবি নজরুল ইসলাম , সাংবাদিক মুসলেহ উদ্দিন আহমেদ , শফিকুল ইসলাম, কমিউনিটি নেতা মনোজ্জির আলী, আবুল হোসেন ওয়াদুদ ও আরো অনেকে।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীর ও সৌম্যান অধিকারী ছাড়াও সংগীত পরিবেশন করেন ,শতাব্দী কর , মিসেস মুনা আহমেদ ও আব্দুল মালিক।