অভিনেতা শশী কাপুর আর নেই
বিনোদন ডেস্কঃ বলিউডের খ্যাতিমান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা শশী কাপুর আর নেই। বেশ কিছুদিন অসুস্থ থাকার পর আজ সোমবার প্রয়াত হয়েছেন তিনি। তার বয়স হয়েছিল ৭৯ বছর। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি ছিলেন শশী কাপুর। এ অভিনেতা পৃথ্বিরাজ কাপুরের ছেলে। তার পুরো নাম বলবীর রাজ কাপুর।
বলিউডের চলচ্চিত্রে মূখ্য ভূমিকা পালনকারী বিখ্যাত কাপুর পরিবারের অন্যতম সদস্য তিনি। ব্যাপকসংখ্যক হিন্দী চলচ্চিত্রের পাশাপাশি কিছু ইংরেজী চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন। তিনি ১৭৫টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। এ ছাড়া অনেক জনপ্রিয় ছবির প্রযোজক তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে ‘সিলসিলা’, ‘জুনুন’, ‘কালযুগ’, ‘বিজেতা’, ‘উৎসব’। ১৯৯১ সালে ‘আজুবা’ নামে একটি হিন্দি ছবি পরিচালনা করেন শশী কাপুর। এই ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। এ ছাড়া এই তারকা ১৯৮৮ সালে একটি রাশিয়ান ছবি পরিচালনা করেন। শশী কাপুর ২০১১ সালে পদ্মভূষণ ও ২০১৫ সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পান।