অসুস্থ হয়ে অস্ট্রেলিয়ার হাসপাতালে শাকিব খান

বিনোদন ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান অসুস্থ হয়ে সিডনির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। গত দুদিন ধরে ভাইরাস জ্বরে ভুগছিলেন তিনি। এরপর তাকে হাসপাতালে ভর্তি করানো হয় বলে জানান তার ঘনিষ্ঠজন প্রযোজক ইকবাল হোসেন জয়।আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’ সিনেমার শুটিং করতে সম্প্রতি অস্ট্রেলিয়া যান শাকিব খান। গত ২৩ তারিখ থেকে শুটিং শুরু করার কথা ছিলো। অস্ট্রেলিয়া গিয়েই অসুস্থ হয়ে পরেন তিনি। অসুস্থার কারণে সিনেমার শুটিং শুরু করতে পারেননি নির্মাতা।হার্টবিট কথাচিত্রের প্রযোজনায় এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। থ্রিলারধর্মী এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। শাকিব-বুবলী ছাড়াও ছবিতে আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, শম্পা রেজা, তাসকিন রহমান, টাইগার রবি প্রমুখ।

Leave a Reply

Developed by: TechLoge

x