ইসরাত দোয়েলের ‘তুমি আমার জীবনটা’

বিনোদন ডেস্ক, ডেইলিইউকেবাংলা।। রেকডিং হলো জনপ্রিয় কন্ঠশিল্পী ইসরাত দোয়েল এর একক গান। গুলশান নিকেতন এর চিরকুট স্টুডিংতে গানটির রেকডিং সম্পূর্ণ হয়। এ সময় উপস্থিত ছিলেন কোলকাতার জনপ্রিয় সঙ্গীত পরিচালক রকেট মন্ডল ও গীতিকার ও সুরকার জাহাঙ্গীর সাঈদ সহ আরো অনেকেই।

এ প্রসঙ্গে কন্ঠশিল্পী ইসরাত দোয়েল, রোমান্টিক কথার ‘তুমি আমার জীবনটা’ আমার বিষম পছন্দ হয়েছে। গানটি আশা করছি শ্রোতাদের খুবই পছন্দ হবে। গানটি এর আগে কোলকাতার একটি স্টুডিওতে রেকডিং এর কাজ হয়েছে। এবার চিরকুট স্টুডিওতে ফাইনাল ভয়েস কাজ শেষ হলো। গানটি অচিরেই ভিডিও নির্মান করা হবে স্রোতাদের জন্য। বিগ বাজেটের ভিডিও ঢাকার বাইরের বিভিন্ন মনোরম লোকেশনে দৃশ্য ধারন করবো। গানটি নিয়ে আমি খুবই আশাবাদি।

দর্শকদের অনেকদিন পর ভালো কিছু দিতে পেরে আমি আনন্দিত। সবাই আমার জন্য দোয়া করবেন আমি একজন সঙ্গীত শিল্পী হিসেবে সবার হৃদয়ে থাকতে চাই।

 

Leave a Reply

Developed by: TechLoge

x