শ্রদ্ধা-ভালবাসায় শেষ বিদায় নিলেন শ্রীদেবী
বিনোদন ডেস্কঃ লাল শাড়িতেই শেষ বিদায় ‘রূপের রানি’ শ্রীদেবীর। বেঁচে থাকতে তাঁর রূপে মন ভোলেনি- উপমহাদেশের সিনেমাপ্রেমীদের মধ্যে এমন মানুষ খুঁজে পাওয়া দায়। কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে বুধবার যখন চিতায় তোলা হচ্ছে ‘রূপের রানি’ শ্রীদেবীর মরদেহ- তখনও তাঁর বেশ-ভূষায় রাজকীয় সৌন্দর্য।ভারতের দক্ষিণে জন্ম নেয়া শ্রীদেবীর প্রিয় শাড়ি ছিলো জড়ি-পাড়ের কাঞ্জিভরম। তাঁর পছন্দেই শেষ যাত্রার পোশাক হিসেবে তাকে পরানো হয় লাল কাঞ্জিভরম। কপালে লাল টিপ, ঠোঁটে লাল লিপস্টিকের সঙ্গে অঙ্গে ভারী গহনা। মৃত্যুর পরও তাই রূপের মোহ ছড়িয়ে গেলেন শ্রীদেবী।বহু নাটকীয়তার পর মঙ্গলবার রাতে প্রাইভেট জেটে করে দুবাই থেকে মুম্বাই পৌঁছায় কিংবদন্তী এই নায়িকার মরদেহ। বুধবার সকাল এগারোটায় সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য সাদা তার মরদেহ রাখা হয় মুম্বাই স্পোর্টিং ক্লাবে। মহানায়িকাকে শেষবারের মতো একবার দেখতে আগের দিন মধ্যরাত থেকেই সেখানে ভীড় জমান লাখ লাখ ভক্ত। একে এতে আসতে থাকেন বলিউডের রথি-মহারথিরা।দুপুর আড়াইটায় মুম্বাইয়ের ভিলে পার্লে সমাজসেবা শ্মশানের উদ্দেশ্যে রওনা হয় তার লাশ বহনকারী গাড়ি। সেখানেই রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হচ্ছে শ্রীদেবীর শেষকৃত্য।