হরিণ হত্যায় পাঁচ বছরের জেল সালমান খানের

বিনোদন ডেস্কঃ কৃষ্ণসার হরিণ হত্যার দায়ে ৫ বছর জেল, ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলিউডের ভাজানখ্যাত সালমান খানকে। ৫ বছরের জেল হওয়ায় জামিনের জন্য সেশনস কোর্টে যেতে হবে সালমানকে। ৩ বছরের কম সাজা হলে যোধপুর আদালতই বৃহস্পতিবার তাকে জামিন দিতে পারত। কিন্তু সেটির সুযোগ না থাকায় সালমানকে পুলিশের গাড়িতে নিয়ে যাওয়া হয়েছে যোধপুর সেন্ট্রাল জেলে।

তবে মামলায় অন্য ৪ অভিযুক্ত সাইফ আলি খান, তব্বু, নীলম ও সোনালি বেন্দ্রেকে বেকসুর খালাস দিয়েছে যোধপুর আদালত। বিশনয়রা বাকি অভিযুক্তদের খালাস পাওয়ার রায়কে চ্যালেঞ্জ করবে বলে জানিয়েছে।একটি সূত্রের খবর, সালমানের পক্ষ থেকে এরই মধ্যে দোষী সাব্যস্ত করে দেওয়া রায় ও সাজার নির্দেশের বিরুদ্ধে দায়রা আদালতে জামিনের আবেদন পেশ করা হয়েছে। আগামীকাল বেলা সাড়ে দশটায় তার শুনানি। ফলে আজকের রাতটা সালমানকে কাটাতে হবে জেলেই।

Leave a Reply

Developed by: TechLoge

x