চ্যানেল আই ইউরোপ স্কাই ৭৫২’য়ে নতুন অনুষ্ঠান ‘আওয়ার কমিউনিটি ‘

ডেইলিইউকেবাংলানিউজঃ ব্রিটিশ বাংলাদেশী সংগঠন, সংগঠক, প্রতিভাবান আত্মপ্রত্যয়ী জীবনমুখী মানুষ আর মানুষের কর্মতৎপরতা  ও অর্জন  নিয়ে বিষয়ভিত্তিক অনুষ্ঠান ‘আওয়ার  কমিউনিটি ‘ প্রোগ্রাম দেখানো  হলো চ্যানেল আই ইউরোপ স্কাই ৭৫২’য়ে।

২৫ জুন সোমবার  রাত  সাড়ে ১১টা থেকে ১টা  পর্যন্ত  প্রথম সপ্তাহের এ পর্বে বিলেতে বসবাসরত ঐতিহ্যবাহী এম,সি বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্টিত সংগঠন ‘এক্স এম,সি  কলেজে স্টুডেন্ট ইউনিয়ন ইউকে’র প্রতিষ্ঠানিক বিষয় ও এর লক্ষ্য, উদ্দেশ্য নিয়ে অনুষ্ঠিত প্রোগ্রামে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন আশরাফুল ইসলাম, মতিউর রহমান রানা, ফেরদৌস শেরদিল, আতিকুর রহমান, মুহিব চৌধুরী।

সাংবাদিক- সংগঠক আব্দুল কাদির চৌধুরী মুরাদের উপস্থাপনায় ‘আওয়ার  কমিউনিটি ‘ অনুষ্ঠানটি প্রতি সোমবার  রাত  সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত  চ্যানেল আই ইউরোপ স্কাই ৭৫২’য়ের পর্দায় নতুন  কোনো বিষয়ের উপর আলোকপাত করা হবে।

এদিকে   উপস্থাপক আব্দুল কাদির চৌধুরী মুরাদ ‘ব্রিটিশ বাংলাদেশী সংগঠন, সংগঠক, প্রতিভাবান আত্মপ্রত্যয়ী জীবনমুখী মানুষ আর মানুষের কর্মতৎপরতা  ও অর্জন  নিয়ে বিষয়ভিত্তিক অনুষ্ঠান ‘আওয়ার  কমিউনিটি ‘  চ্যানেল আই ইউরোপ স্কাই ৭৫২’য়ে চালু করায়  চ্যানেল আই ইউরোপের এম,ডি রেজা আহমদ ফয়সল চৌধুরী সুয়েবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকল কলাকুশলীদের প্রতিও  ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সে সাথে সকল দর্শক, শুভাকাংকী, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতাদেরও চ্যানেল আই ইউরোপে সম্পৃক্ত থাকারও আহ্ববান জানান।

Leave a Reply

Developed by: TechLoge

x