মিঠুনের ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মহাক্ষয় ওরফে মিমোর বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ এনেছেন ভুজপুরি এক অভিনেত্রী।পাশাপাশি মিঠুনের স্ত্রী যোগিতা বালির বিরুদ্ধে ‘খারাপ পরিণতির হুমকি’ দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।সোমবার দিল্লির রোহিনী আদালত ওই নারীর অভিযোগ আমলে নিয়ে মহানগর পুলিশকে ধর্ষণের মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এসেছে।আগামী ৭ জুলাই মিমো বিয়ে করছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তার আগেই বড়সড় বিতর্কের মুখে পড়লেন জনপ্রিয় অভিনেতা মিঠুনের এই ছেলে,যিনি নিজেও অভিনেতা।
ইংরেজি সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়,মিমো বিয়ের কথা বলে ওই তরুণীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। পরে তিনি অন্তঃস্বত্ত্বা হলে তাকে ওষুধ খাইয়ে গর্ভপাত করানো হয়।শুধু তাই নয়,মিমোর মা যোগিতা বালি ছেলের সঙ্গে সম্পর্কচ্ছেদ করার জন্য চাপ প্রয়োগে ‘খারাপ পরিণতি হবে’ বলে তাকে হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।ওই তরুণী বলেছে,হুমকি পেয়ে তিনি ভয়ে মুম্বাই ছেড়ে পালিয়ে দিল্লি এসেছেন।অভিযোগ শুনে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম একতা গৌবা বলেন,মামলা দায়ের জন্য যথেষ্ট প্রমাণ রয়েছে।আইন অনুযায়ী ধর্ষণের ঘটনার ক্ষেত্রে অবশ্যই এফআইআর দায়ের করতে হবে।তবে এটা একটা হাই প্রোফাইল মামলা।এতে রাজ্যসভার প্রাক্তন সাংসদের নামও জড়িয়ে রয়েছে।বিষয়টি বিবেচনায় রেখে মামলার তদন্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পুলিশকে নির্দেশ দেন তিনি।