চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ শুরু
নিউজ ডেস্কঃ সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রাম সহ সারাদেশের রেল যোগাযোগ এখন স্বাভাবিক হয়েছে। বগি লাইনচ্যুতের ঘটনায় বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫মিনিটে এই ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।জানা যায়, মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা স্টেশনের অদূরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সিলেট থেকে ঢাকাগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়। পরে এই ঘটনায় সিলেটের সাথে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।কুলাউড়া উপ-সহকারী প্রকৌশলী (রেলওয়ে) ইরফানুল হক রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাইনচ্যুত বগি দুপুর পৌনে ১২টার দিকে সরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করা হয়।