দেশে দারিদ্র্য বলে কিছু থাকবে না: প্রধানমন্ত্রী

ডেইলিইউকেবাংলা নিউজঃ আগামীতে যদি ক্ষমতায় আসতে পারি,তাহলে দারিদ্র্য বলে কিছু থাকবে না।সারাদেশের মতো সিলেট বিভাগের চার জেলায়- সিলেট,সুনামগঞ্জ,মৌলভীবাজার ও হবিগঞ্জের উন্নয়নের জন্য অনেকগুলো প্রকল্প নিয়েছি।তরুণ প্রজন্মের কর্মসংস্থানের ব্যবস্থা করছি।আমরা প্রত্যেকটা মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছি।বললেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২২ ডিসেম্বর) সিলেটের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, টাঙুয়ার হাওরে পর্যটনকেন্দ্র নির্মাণ করে দিচ্ছি।হাওরবাসী যেনো শুধু ফসল না,হাঁস-মুরগির চাষ ও অন্যান্য পেশায় যুক্ত হতে পারেন,সেজন্য কাজ করছি।তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করছি।এখানকার প্রাচীন নাম ‘শ্রীহট্ট’ নামে এখানে (সিলেটে) আমরা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি।তিনি বলেন,সিলেট বিভাগের সার্বিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি।আপনারা জানেন,একসময় শুধু চট্টগ্রামে চায়ের নিলাম হতো।সিলেটে চায়ের নিলামের ব্যবস্থা করে দিয়েছি।চা-শ্রমিকরা নৌকায় ভোট দেয়।তাদের উন্নয়নের জন্য কাজ করছি।তাদের সন্তানদের শিক্ষার জন্য উদ্যোগ নিয়েছি।

তিনি আরও বলেন,সিলেট বিভাগের প্রত্যেকটা জেলায় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় নির্মাণের ব্যবস্থা করা হচ্ছে।সিলেট বিভাগ আমরা দিয়েছি,এখন অবকাঠামো নির্মাণ করে দিচ্ছি,যাতে বিভাগ হিসেবে সিলেট দাঁড়িয়ে যেতে পারে।লন্ডন থেকে সরাসরি বিমান আসা-যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি।নান্দনিক স্টেডিয়াম করে দিয়েছি,যা দেখতে বিভিন্ন স্থান থেকে মানুষ আসে।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x