আল কোরআন একাডেমী লন্ডন এর যুগ পূর্তি অনুষ্টান পালিত

আব্দুল কাদির চৌধুরী মুরাদ : পবিত্র কোরআন শুধুমাত্র মুসলিম জাতির জন্য নয়, এটিবিশ্বের সকল জাতি গোষ্ঠীর মানুষের কাছে মহান সৃষ্টিকর্তা আল্লাহর নির্দেশনা। এ নির্দেশনামূলক মহান গ্রন্থটি নিজের ভাষায় অনুবাদ করে ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছে  আল কোরআন একাডেমী লন্ডন।

১৬ জুলাই রবিবার পূর্বলন্ডনের মুসলিম সেন্টারে কোরআন একাডেমির যুগ পূর্তি অনুষ্টানে উপস্থিত ইসলামিক বিশেষজ্ঞরা এমনই অভিমত ব্যক্ত করেন।

একাডেমীর ট্রাস্টি  প্রফেসর ডক্টর আব্দুল বারীর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল কোরআন একাডেমীর প্রতিষ্টাতা ও চেয়ারম্যান হাফেজ ডক্টর মুনির উদ্দিন আহমেদ, টাওয়ার হেমলেট্স কাউন্সিলের স্পিকার কাউন্সিলর জাহেদ চৌধুরী, শিক্ষাবিদ ডক্টর আবুল কালাম আজাদী,  ইসলামী চিন্তাবিদ মুফতি আব্দুল মুন্তাকিম, চ্যানেল এস এর ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল, একাডেমীর  সিরিয়ান পার্টনার ডক্টর আবু হারিস, ইসলামী স্যাং নেপালের প্রেসিডেন্ট নজরুল ইসলাম ফালাহি, অবসর প্রাপ্ত ল্যাফটেন্যান্ট কর্নেল জে আর এম আশরাফ উদ্দিন,কলকাতা আল কোরআন একাডেমির পরিচালক শাহ আলম ও আরো অনেকে।

আল-কোরআন একাডেমী লন্ডন প্রতিষ্ঠার মাধ্যমে ১২ বছরে ২৫ টি দেশে ১২ টি ভিন্ন ভাষায় অনূদিত ১ পয়েন্ট ৮ মিলিয়ন কপি কোরআন বিতরণ করা হয়েছে।। আগামী ৫ বছরে প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী ১০ মিলিয়ন কপি কোরআন বিতরণ করার পদক্ষেপ গ্রহণ করেছে।এতে কোরআন  প্রেমী সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন প্রতিষ্টানটির চেয়ারম্যান ডক্টর হাফিজ মুনির উদ্দিন আহমেদ।

 ইমাম আজমল মাসরুরের সাবলীল  সঞ্চালনায় অনুষ্ঠানটিতে নাশিদ পরিবেশন করেন  শিল্পী শহীদ ফালাহী।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x