বিয়ানীবাজার প্রগতি এডুকেশন ট্রাষ্ট ইউকের দ্বিবার্ষিক সন্মেলন : সভাপতি মামুন চৌধুরী, সাধারণ সম্পাদক আকবর হোসেন, কোষাধ্যক্ষ নাসিম আহমদ
আব্দুল কাদির চৌধুরী মুরাদ: ঐতিহ্যবাহী বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকের দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন সফলতার সাথে সম্পন্ন হয়েছে।
রবিবার পূর্বলন্ডনের একটি ইয়ুথ ক্লাবে দুটি সেশনে এ দ্বিবার্ষিক সন্মেলন ও নির্বাচন অনুষ্টিত হয়।
প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি হাবিবুর রহমান ময়না ও অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক শামীম আহমদ হেলাল ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন সেলিম। বিগত সেশনের আর্থিক হিসাব পেশ করেন ট্রেজারার মাইনুল হক ।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কমিউনিটি ব্যক্তিত্ব হাবিব রহমান, সহকারী কমিশনার ছিলেন, ব্যারিস্টার মাসুদ আহমদ ও সাবেক কাউন্সিলার ফানু মিয়া ।
এতে সভাপতি হিসেবে মনজুরুছ ছামাদ চোধুরী মামুন, সাধারন সম্পাদক হিসেবে আকবর হোসেন এবং ট্রেজারার হিসেবে নাসিম আহমদ চুনুকে নির্বাচিত ঘোষণা করা হয় । বাকি ২৮ জন কর্মকর্তাদের নাম ঘোষনা করেন সহকারী নির্বাচন কমিশনার বৃন্দ।
নির্বাচন কমিশন ঘোষিত কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটির সদস্য বৃন্দ হলেন, চেয়ারপারসন মনজুরুছ ছামাদ চৌধুরী মামুন, সহসভাপতি যথাক্রমে খলিল উদ্দিন পল, আকমল হোসাইন দোলা, মুহিত উদ্দিন বলাই, মো ফারুক উদ্দিন,সাধারণ সম্পাদক আকবর হোসেন, সহসাধারণ সম্পাদক মাহমুদ হোসাইন সেলিম,ট্রেজারার নাসিম আহমদ, এসিস্ট্যান্ট ট্রেজারার সুরমান খান, অর্গানাইজিং সেক্রেটারি বদরুজ্জামান বদর, অ্যাসিস্টেন্ট অর্গানাইজিং সেক্রেটারি আশফাক আহমেদ, ট্রাস্টিশিপ সেক্রেটারি শামসুর রহমান মাতাব, অ্যাসিস্ট্যান্ট ট্রাস্টিশিপ সেক্রেটারি মোহাম্মদ মুজিবুর রহমান, স্পোর্টস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ আহমাদ হোসাইন, এসিস্টান্ট স্পোর্টস এন্ড পাবলিসিটি সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদ।
বোর্ড অফ ট্রাস্টি হাবিবুর রহমান ময়না, শামীম আহমদ হেলাল, মোহাম্মদ মাইনুল হক, সিরাজ উদ্দিন আহমদ, বদরুল হক, ইসলাম উদ্দিন, আমিনুল ইসলাম, দবির হুসাইন, মোহাম্মদ বেলাল আহমদ, জামিল চৌধুরী, সেহাব উদ্দিন কাজল, রফিক উদ্দিন, আবু বকর খসরু, ইকবাল হুসাইন, গুলজার হোসাইন ও বেগম চৌধুরী।
এ সভায় বিদায়ী কমিটির সভাপতি হাবিবুর রহমান ময়না ও নব নির্বাচিত সভাপতি মামুন চৌধুরী ও কমিটির নেতৃবৃন্দ, সংগঠনের চ্যারিটি রেজিস্ট্রেশন এবং লন্ডনে বিয়ানীবাজার ভবন প্রতিষ্ঠা সহ যাবতীয় উন্নয়ন কাজে সকল ট্রাস্টির সহযোগীতা কামনা করেন।
সভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন মাওলানা ওলিউর রহমান চৌধুরী দুবাগী।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)
-
লন্ডন মহানগর যুবলীগ নেতা জুয়েলের উদ্যোগে বহরগ্রাম ছাত্রলীগের ঈদপুনর্মিলনী
-
জাতীয় শ্রমিক লীগ যুক্তরাজ্য শেফিল্ড শাখার পক্ষ্যে ঢাকার অভিজাত হোটেলে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন
-
লন্ডনে মোল্লাপুর ইউপি চেয়ারম্যানের সাথে বিয়ানীবাজার প্রবাসীদের মতবিনিময় (সাথে টিভি নিউজ )