বুয়েটের ছাত্র আবরার হত্যার প্রতিবাদে লন্ডনে প্রতিবাদ সভা

ডেইলিইউকেবাংলাডটকম।।  বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে যুক্তরাজ্যের লন্ডনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ নাগরিক ফোরাম ইউকে নামের একটি সংগঠনের ব্যানারে অনুষ্টিত সভায় দেশে সকল হত্যা কান্ডের সুষ্ঠূ  বিচার ও এঘটনায়  জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীও জানানো হয়।

১৭  অক্টোবর বৃহস্পতিবার পূর্বলন্ডনের মেনর পার্কের একটি রেস্টুরেন্টের আলী আকবর খোকনের সভাপতিত্বে ও এনামুল খরছুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় এম এ জলিল খান, মবিন ভূঁইয়া, ইউনুস পাঠান বুলু, মনোয়ার মোহাম্মদ, আনোয়ার হোসেনটিপু, শামীমুজ্জামান, মঞ্জুর হাসান পিল্টু, আবু নাসের শেখ ও আরো অনেকে।

সভার শুরুতে আবরারের বিদেহী আত্মার শান্তি কামনা করে কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন হাবিবুর রহমান।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x