‘সিলেট ছাত্রলীগের রাজনীতি – অতীত ও বর্তমান’ নিয়ে বই প্রকাশ করছে, নব্বই দশক সিলেট জেলা ছাত্রলীগ, ইউ’কে

ডেইলি ইউকেবাংলা ।। সম্প্রতি নব্বই দশক সিলেট জেলা ছাত্রলীগ, ইউ কে’র এক ভার্চুয়াল সভা সংগঠনের সভাপতি শাহ মুইজুর রহমান শামীমের সভাপতিত্বে ও   সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট বিভাগ-এর অতীত ও বর্তমান নিয়ে একটি  গ্রন্থ প্রকাশের মতৈক্যে  নতুন গ্রন্থটির নামকরণের জন্য সকলের  কাছে “নাম” আহবান করা হয়। আগ্রহীগণ জুন ’২০’র শেষ দিন পর্যন্ত ‘নব্বই দশক ছাত্রলীগ’র সভাপতি , সাধারণ সম্পাদক বরাবর নাম পাঠানোর অনুরোধ জানানো হয়। মনোনীত নামটির প্রস্তাবকারীকে প্রকাশিত  গ্রন্থে উল্ল্যেখ  করা হবে। গ্রন্থটি যাতে বর্তমান ও আগামীর পাঠক ও গবেষকের অনুষন্ধিৎসা মিটাতে সহায়ক হয় তার জন্য ‘নব্বই দশক ছাত্রলীগ’ লেখক,গবেষক,কথক ও ছাত্ররাজনীতির জীবন্ত মহীরূহবৃন্দের সদয় লেখনী ও সার্বিক সহযোগীতার আশাবাদ জানানো হয়।

 

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x