মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে’র সভা অনুষ্ঠিত

ডেইলিইউকেবাংলা: আমেরিকা থেকে আগত মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটির সাবেক উপদেষ্টা মন্ডলির সদস্য ও মোল্লাপুর মালেকিয়া মাদ্রাসার সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের সাথে ত্রক মতবিনিময় সভা সোমবার ২৭ নভেম্বর বার্মিংহামের একটি রেস্টুরেন্টে অনুষ্টিত হয়।

ট্রাষ্টের সভাপতি নাজমুল ইসলাম তাপাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতান আহমেদের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কালাম থেকে তেলাওয়াত করেন মৌলানা মোহাম্মদ নজরুল ইসলাম। সভায় সম্প্রতি ২।৩ মাসে গ্রামের অনেক প্রিয়জন ও মুরব্বিরা ইন্তেকাল করেন তাদের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া রোহিংগাদের ত্রাণ বিতরন করতে গিয়ে সড়ক দূর্যটনায় ছয়জন তরুণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু সহ সকলের রুহের মাখফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সভায় ট্রাষ্টের প্রতিষ্টাতা সদস্য সরওয়ার আহমেদ আগত অতিথিসহ উপস্হিত গ্রামের মুরব্বী ও সুধীজনের উদ্দেশ্য ট্রাষ্টের লক্ষ্য উদ্দেশ্য এবং ভবিষ্যত পরিকল্পনা সম্পের্কে সকলকে অবহিত করেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গ্রামের প্রবীণ মুরুব্বি আলহ্বাজ আলী, তৈয়ব আলী, ট্রাষ্টি আসাব আহমেদ ও আমেরিকা প্রবাসী দেলোয়ার হোসেন সভায় আরো বক্তব্য রাখেন ডনার ট্রাষ্টি তুতিউর রহমান, ডনার ট্রাষ্টি জলাল উদ্দিন,ট্রাষ্টি মুজিবুর রহমান, সেলিম উদ্দিন প্রমুখ।

সভা শেষে সবার জন্য আপ্যায়েনের ব্যবস্থা করা হয়।

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x