লন্ডনে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাষ্ট ও ইস্টহ্যান্ডস’য়ের উদ্যোগে গৰ্মাক্ত মানুষের মধ্যে পানি ও ছাতা বিতরন

একিউ চৌধুরী মুরাদ।। লন্ডনে যখন তাপমাত্রা প্রায় ৪১ ডিগ্রী ঠিক তখনই ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট ও ইস্টহ্যান্ডস চ্যারিটির  যৌথউদ্যোগে পূর্ব লন্ডনের স্টার্টফোর্ডে শতাধিক মানুষের মাঝে  ঠান্ডা পানি, শুকনো খাবার ও  ছাতা তুলে দেয়া হয় ।  একার্যক্রমে যোগ দেন স্টার্টফোর্ড এলাকার কাউন্সিলার সাবিহা কামালী। এসময় তিনি বলেন, এতো গরমে মানুষের মধ্যে এই ঠান্ডা পানি বিতরণ একটি অসাধারণ উদ্যোগ । তৃষ্নার্ত  মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে।  ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ারের ট্রাষ্টি খসরুজ্জামান খসরু বলেন, আমরা মানুষের জন্য কাজ করি। লন্ডনে যে গরম পড়েছে, ষ্টেশন থেকে বের হওয়া মানুষদের কিছুটা হলেও স্বস্তি দেয়ার জন্যই আমাদের এউদ্যোগ।   ইস্টহ্যান্ডসের চেয়ারম্যান নবাব উদ্দিন বলেন, ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ারকে ধন্যবাদ এমন আয়োজন করার জন্য। ইস্টহ্যান্ডস আফ্রিকা থেকে বাংলাদেশ, ব্রিটেন থেকে ইউরোপ সব জায়গায় মানুষের জন্য কাজ করছে। যেকোন দূর্যোগময় মুহূর্তে আর্থ পীড়িত  মানুষের পাশে দাঁড়ানোই  আমাদের দায়িত্ব।

Leave a Reply

More News from Community

More News

Developed by: TechLoge

x