লন্ডন প্রবাসী আবুল লেইস শিশু মিয়া (৭৪) আর নেই

ডেইলিইউকেবাংলা।। উত্তর লন্ডনে বসবাসরত বিশিষ্ট সমাজসেবী প্রবাসী বাংলাদেশী আবুল লেইস শিশু মিয়া (৭৪) আর নেই। তিনি কোভিড ১৯’এ আক্রান্ত হয়ে গত ৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার লন্ডনের হেমারস্মিৎ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি …….রাজিউন)। মরহুম শিশু মিয়ার দেশের বাড়ী সিলেট দক্ষিণ সুরমা চান্দাই গ্রামে।

বুধবার ইস্টলন্ডন মসজিদের সকাল ৯টায় নামাজে জানাজা শেষে ক্যান্টের পিস্ অব গার্ডেন কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ২ ছেলে, নাতী  নাতনীসহ অসংখ্য  গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম আবুল লেইস শিশু মিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহ পাক রাব্বুল আল-আমিন যেনো তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

Leave a Reply

More News from Community

More News

Developed by: TechLoge

x