যুক্তরাজ্যে বৃটিশ-বাংলাদেশি শিক্ষিকাকে হত্যা।
মাহমুদুদুর রহমান শানুর: দক্ষিণ-পূর্ব লন্ডনে এক বৃটিশ বাংলাদেশি শিক্ষিকাকে হত্যা করা হয়েছে। সাবিনা নেসা নামের ওই শিক্ষিকা শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৮ টার সময় নিহত হন। পুলিশ জানিয়েছে, বাড়ি থেকে মাত্র ৫ মিনিট দূরত্বের একটি পাবে যাওয়ার সময় ২৮ বছরের সাবিনাকে হত্যা করা হয়। বিবিসির খবরে জানানো হয়, পরদিন সকালে একটি পার্কে তার মরদেহ পাওয়া গেছে। পুলিশ এ ঘটনায় তদন্তে নেমেছে এবং ৪০ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটকও করে। তবে তাকে ছেড়ে দেয়া হয়েছে। পরবর্তীতে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে। এদিকে, লন্ডন পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জো গ্যারিটি জানিয়েছেন, তদন্তের কাজে বেশ ভালো অগ্রগতি হয়েছে। হত্যাকারীকে খুঁজে বের করার জন্য আমাদের সব সক্ষমতা কাজে লাগাচ্ছি।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী
-
লন্ডন বাংলা প্রেসক্লাব সেক্রেটারি জুবায়েরের বৃটিশ কারী এ্যাওয়ার্ড লাভ :ডেইলিইউকেবাংলা’র অভিনন্দন