টাওয়ার হ্যামলেটসের দুই বাঙালী ড্রাগ ব্যবসায়ীর ৩০ বছরের জেল
ডেইলিইউকেবাংলা: হেরোইন ও কোকেইন ব্যবসার সঙ্গে জড়িত থাকার দায়ে টাওয়ার হ্যামলেটসের লাইম হাউস এলাকার দুই বাঙালীকে আলাদাভাবে ১৫ বছর করে ৩০ বছরের জেলদন্ড দিয়েছে আদালত।
দন্ডপ্রাপ্ত দুজন হলেন ইব্রাহিম মিয়া। বয়স ২৫ বছর। তিনি কল্টম্যান স্ট্রীটের বাসিন্দা। আরেক জন হলেন সামসু আলী। বয়স ২৬ বছর। তিনি আস্টন স্ট্রীটের বাসিন্দা।
ন্যাশনাল ক্রাইম এজেন্সি এবং মেট পুলিশের অর্গানাইজেশন ক্রাইম পার্টনারশীপ এক যৌথ অভিযানে তাদেরকে ৭ কেজি কোকেইন এবং হিরোইনসহ আটক করেছিল। পরে তাদের কাছ থেকে তথ্য নিয়ে উদ্ধার করে আরো ২১ কেজি কোকেইন ও হেরোইন। অর্থমূল্য প্রায় ২ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড।
তাদের সঙ্গে মিল্টন কিংসের এন্দ্রিয়া কিড নামে ৪৯ বছর বয়সী এক মহিলাকেও আটক করা হয়। তারা তিনজন মিলে এসব মাদক বিভিন্ন এলাকায় অবৈধভাবে সরবরাহের পরিকল্পনা করছিলেন বলে আদালত জানিয়েছে। তাদেরকে আটকের সময় কিডের গাড়িতে প্রায় ৭ কেজি কোকেইন উদ্ধার করা হয়।
এছাড়া বাকী ২১ কেজি কোকেইন এবং হেরোইন উদ্ধার করা হয় স্টেপনী এলাকার একটি বাড়ী থেকে। এ বাড়ীর সঙ্গে মিয়া এবং আলীর সংশ্লিষ্টতা ছিল বলেও আদালতকে জানানো হয়।
গত সপ্তাহে ব্ল্যাকফেয়ার্স ক্রাউন কোর্টে এই তিনজনকে ক্লাস ‘এ’ ড্রাগ সাপ্লাইয়ের দায়ে জেলদন্ড দেওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিআই স্টীভ মাইলস জানান, এই তিনজনকে দীর্ঘদিন ধরে নজরে রেখে আসছিল পুলিশ।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী