নিজ বাসভবনে ফিরেছেন গাফ্ফার চৌধুরী
ডেইলিইউকেবাংলা: দীর্ঘ এক মাসেরও বেশি সময় হাসপাতাল শয্যায় থাকার পর লন্ডনে নিজ বাসভবনে ফিরেছেন বিশিষ্ট সাংবাদিক কলামিষ্ট আবদুল গাফ্ফার চৌধুরী।
তিনি বৃহস্পতিবার লন্ডন সময় বিকেলে মিডলসেক্স’র নর্থউইক পার্ক হাসপাতাল থেকে মেথওয়েন রোড়ের নিজ বাড়ীতে ফিরেন । হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনও পুরোপুরি সুস্থ নন প্রবীন এই সাংবাদিক। তাঁর মেয়ে বিনীতা চৌধুরী জানান, এখনও তাঁর বাবা পুরোপুরি সুস্থ নন। বেশিক্ষণ কথা বললেই শ্বাসকষ্ট শুরু হয়। ডাক্তাররা পুরোপুরি বিশ্রাম নিতে বলেছেন। চিকিৎসা বাড়ীতেই চলবে। বিনীতা জানান, অনেকেই গাফ্ফার চৌধুরীর খবর নেয়ার জন্য ফোন করছেন, কিন্তু কারো সাথে কথা বলতে পারছেননা তার বাবা। তিনি দেশবাসীর কাছে তাঁর বাবার সুস্থতার জন্য দোয়া চান।
উল্লেখ্য, প্রায় দেড় মাস আগে বাসায় বাথরুমে পড়ে গিয়ে কোমড়ে ব্যাথা পান একুশের গানের রচয়িতা কিংবদন্তী সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী। ঐ ব্যাথা ও অন্যান্য শারিরীক অসুস্থতা নিয়ে মাস খানেক আগে তিনি ভর্তি হন হাসপাতালে। শারিরীক পরীক্ষার জন্য ঐ সময়ের মধ্যে তাঁকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালেও নেয়া হয়।
More News from যুক্তরাজ্য
-
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সভা ও নির্বাচন অনুষ্ঠিত
-
মুজিব বর্ষে লন্ডনে প্রথমবারেরমতো বঙ্গবন্ধু কাপ ক্যারম টুর্নামেন্টের উদ্বোধন
-
সিলেটে রায়হান হত্যার প্রতিবাদে লণ্ডনে ভয়েস ফর জাস্টিস ইউকের মানব বন্ধন
-
ব্রিটেন জুড়ে শাখা ও ফ্রাঞ্চাইজ দিতে বার্মিংহাম মিষ্টি দেশ এর সংবাদ সম্মেলন
-
বছরব্যাপী ৩০টি কর্মপরিকল্পনা নিয়ে মুজিববর্ষ পালন করবে, যুক্তরাজ্যেস্থ বাংলাদেশ হাই কমিশন
-
ব্যারিস্টার নোরা শরীফের মৃত্যুবার্ষিকীতে যুক্তরাজ্য যুব-মহিলালীগের স্মরন সভা