রানী এলিজাবেথের জন্মদিনে ৬ ব্রিটিশ বাংলাদেশীর সম্মাননা

আব্দুল কাদির চৌধুরী মুরাদ।।  রানী এলিজাবেথের জন্মদিন উপলক্ষ্যে যুক্তরাজ্যের সমাজ ও জীবনে যারা বিশেষ ভূমিকা রাখেন, প্রতি বছর তাদের সম্মাননা জানানো হয়। এবারও ৪টি  ক্যাটাগরিতে ৩০ জনকে সম্মাননা জানানো হয়েছে। যাদের মধ্যে ৬ জন বাংলাদেশী বংশোদ্ভদ রয়েছেন।

এ বছর ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের জন্মদিনে  উল্লেখযোগ্য সংখ্যক ব্রিটিশ বাংলাদেশী সম্মাননা তালিকায় যুক্ত হয়েছেন। শতবর্ষী দবিরুল ইসলাম চৌধুরী ওবিই সম্মাননা তালিকায় যুক্ত হয়েছেন ৪ লাখ ২০ হাজার পাউন্ডের অর্থ সংগ্রহ করে। ব্রিক লেইন মসজিদের ট্রাস্টি,যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  সাজ্জাদ মিয়া কমিউনিটি সার্ভিসের জন্য এমবিই সম্মাননার জন্য তালিকাভুক্ত হয়েছেন। কমিউনিটির প্রিয় মুখ, চ্যানেল এস টেলিভিশনের  সংবাদ উপস্থাপক ও শিক্ষক সৈয়দ আফসার উদ্দীন এমবিই পেয়েছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এলাকায় শিক্ষা ও কমিউনিটিতে বিভিন্ন সেবামূলক কাজে অবদানের জন্য। বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন বিসিএ’র সাবেক সাধারন সম্পাদক; গিনেজ রেকর্ডধারী সেলিব্রেটি শেফ ওলি খান এমবিই পেয়েছেন হসপিটালিটি সেক্টরে বিশেষ অবদানের জন্য।  একমাত্র নারী, নীলিমা রহমান এমবিই খেতাব পাচ্ছেন কভিডকালীন সময়ে ব্যাংকি ও ফাইন্যানশিয়াল সেক্টরে অবদান রাখার জন্য । এছাড়াও ম্যানচেষ্টার সিটি কাউন্সিলের এক্সিকিউটিভ মেম্বার ফর কালচার, কাউন্সিলর লুতফুর রহমানকে স্থানীয় সরকার ব্যবস্থায় বিশেষ অবদান রাখার জন্য ওবিই সম্মাননা জানানো হচ্ছে। ব্রিটেনে বাঙালিদের মুখ উজ্জল করা এ মানুষদের  জন্য রইলো ডেইলি ইউকেবাংলা ডট কমের  পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের নিয়েও প্রকাশিত হবে  ডেইলি ইউকেবাংলা’র  বিশেষ রিপোর্ট।

Leave a Reply

More News from যুক্তরাজ্য

More News

Developed by: TechLoge

x