ব্রিটেন জুড়ে শাখা ও ফ্রাঞ্চাইজ দিতে বার্মিংহাম মিষ্টি দেশ এর সংবাদ সম্মেলন

ডেইলিইউকেবাংলা।। বার্মিংহামে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় মিষ্টি দেশ। আর এখন ২২ বছরের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশী মালিকানাধীন এই প্রতিষ্ঠান সমগ্র ব্রিটেন জুড়ে তাদের পণ্য বাজারজাতকরণ করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি তাদের তৈরী পণ্য দিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে শাখা ও ফ্রাঞ্চাইজ দেয়ার ঘোষণা দিয়েছে। ১৪ আগস্ট মিষ্টি দেশ’র পক্ষ থেকে লন্ডন বাংলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ আশিকুর রহমান তালুকদার (লাল মিয়া), ডিরেক্টর ও শেফ কামরান আহমদ এবং ন্যাশনওয়াইড ডিরেক্টর চৌধুরী হাফিজ আহমদ।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, তাদের নিজস্ব কারখানায় ও দক্ষ শেফ দিয়ে রসমালাই, গোলাবজাম,কালা জাম. চমচম,জিলাপি, নিমকি,বরফি, দইসহ প্রায় ৪০টি আইটেম তৈরী করে থাকেন। এছাড়া তারা বিয়ে ও ওয়ালিমাসহ বিভিন্ন কমিউনিটি ইভেন্টে খাবার সরবরাহ করে থাকেন।
মিষ্টি দেশ’র ডিরেক্টরা আরো জানান, তাদের কিচেন ফাইভ স্টার রেইট পেয়েছে। যেকোন খাবার সরবরাহ করতে রয়েছে নিজস্ব ব্যবস্থাপনা। অনলাইন সার্ভিসের মাধ্যমে ঘরে বসে অর্ডার দিতে পারবেন।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, মিষ্টি দেশ শুরু থেকে হালাল ও ভেজালমুক্ত পণ্য ও খাবার পরিবেশন করে যাচ্ছে। এছাড়া খাঁটি ঘি ও শুঁটকির ভর্তাও তারা করে থাকেন।
ডিরেক্টরা মিষ্টি দেশ’র ব্যবসা সমগ্র দেশব্যাপি প্রসারিত করতে সকল মহলের সহযোগিতা কামনা করেন।

 

Leave a Reply

More News from যুক্তরাজ্য

More News

Developed by: TechLoge

x