যুক্তরাজ্যে সন্ত্রাসী সন্দেহে গ্রেফতার ৪
আন্তর্জাতিক ডেস্কঃ সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী সন্দেহে চার ব্যক্তিকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের সময় মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে ইংল্যান্ডের মিডল্যান্ড এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে তাদের আটক করা হয়।আটককৃতদের মধ্যে তিন জনের বয়স ২২, ৩৬ ও ৪১। তাদেরকে শেফিল্ড এলাকার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেন সন্ত্রাসদমন বিভাগের কর্মকর্তারা। চতুর্থ ব্যক্তির বয়স ৩১ বছর। তাকে গ্রেফতার করা হয় চেস্টারফিল্ড এলাকা থেকে। এই অভিযানের নেতৃত্ব দেয় নর্থ ইস্ট কাউন্টার টেরোরিজম ইউনিট।
ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশের এক মুখপাত্র বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। নর্থ ইস্ট কাউন্টার টেরোরিজম পুলিশের একটি চলমান তদন্তের অংশ হিসেবে অভিযানটির পরিকল্পনা করা হয়।মুখপাত্র আরও বলেন, আমরা বুঝতে পারছি অভিযানের ফলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিতে পারে। আমরা স্থানীয়দের আতঙ্কিত না সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছি। মানুষের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ আইন-২০০০ অনুসারে সন্দেহজনক কর্মকাণ্ডের প্রস্তুতির জন্য ওই চার ব্যক্তিকে আটক করা হয়েছে। ওয়েস্ট ইয়র্কশায়ারের একটি পুলিশ স্টেশনে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাদের সম্পত্তি অনুসন্ধান চলছে।অভিযানের সময় শেফিল্ডের মিরসব্রুক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে নর্থ ইস্ট কাউন্টার টেরোরিজম ইউনিটের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয়রা হয়ত অভিযানে কারও বাড়িতে প্রবেশের সময় বড় ধরনের শব্দ শুনতে পেয়েছেন। কিন্তু এটা কোনও বিস্ফোরণ ছিল না। কর্মকর্তারা নিশ্চিত করে জানাতে চান যে, এটা ছিল কারও বাড়িতে প্রবেশের একটি কৌশল।
More News from যুক্তরাজ্য
-
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সভা ও নির্বাচন অনুষ্ঠিত
-
মুজিব বর্ষে লন্ডনে প্রথমবারেরমতো বঙ্গবন্ধু কাপ ক্যারম টুর্নামেন্টের উদ্বোধন
-
সিলেটে রায়হান হত্যার প্রতিবাদে লণ্ডনে ভয়েস ফর জাস্টিস ইউকের মানব বন্ধন
-
ব্রিটেন জুড়ে শাখা ও ফ্রাঞ্চাইজ দিতে বার্মিংহাম মিষ্টি দেশ এর সংবাদ সম্মেলন
-
বছরব্যাপী ৩০টি কর্মপরিকল্পনা নিয়ে মুজিববর্ষ পালন করবে, যুক্তরাজ্যেস্থ বাংলাদেশ হাই কমিশন
-
ব্যারিস্টার নোরা শরীফের মৃত্যুবার্ষিকীতে যুক্তরাজ্য যুব-মহিলালীগের স্মরন সভা