ফিলিস্তিনিদের সংহতিতে যুক্তরাজ্যে প্রতিবাদ অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমনীতি ঘোষণার পর থেকেই যুক্তরাজ্যের বিভিন্ন শহরে প্রতিবাদ জারি রয়েছে। তিন সপ্তাহ ধরে চলা এ প্রতিবাদ কর্মসূচি শেষ হওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। ব্রিটেনের ফিলিস্তিন ফোরাম (পিএফবি), ফিলিস্তিন সংহতি আন্দোলন ও বার্মিংহাম মসজিদ কাউন্সিলের ডাকে শনিবারও শত শত মানুষ বিক্ষোভ করেছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকটি নাগরিক সমাজের প্রতিনিধিদের ডাকে এ সমাবেশে সবাই মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা প্রত্যাখ্যান করে ফিলিস্তিনি জনগণের অধিকারের পক্ষে কথা বলেন। পিএফবি’র সভাপতি হাফিজ আল কারমি সমাবেশের উদ্দেশ্য তুলে ধরে বলেন, ‘এটা ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতার ওপর পুনরায় জোর দেওয়ার পাশাপাশি ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রদর্শনের জন্য করা হচ্ছে। তাদের নিশ্চয়তা দিতে চাই কেউ তাদের জোর করতে পারবে না।’

পিএফবি’র সংবাদমাধ্যম শাখার প্রধান আদনান হামিদান বলেন, ‘জেরুজালেম হলো ঐক্যের প্রতীক। এই প্রতিবাদেই বোঝা যায় আরব-অনারব, মুসলিম-অমুসলিম সবাই হাতে হাত রেখে ট্রাম্পের অবৈধ ঘোষণার বিরুদ্ধে দাঁড়িয়েছে।’

৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ট্রাম্পের স্বীকৃতি দেওয়ার পর থেকে ফিলিস্তিন জুড়ে বিক্ষোভ জারি রয়েছে। এ কয়েক দিনে কোনও অভিযোগ ছাড়াই শত শত ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। বার্মিংহামের শনিবারের সমাবেশ থেকে তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানানো হয়।

Leave a Reply

More News from যুক্তরাজ্য

More News

Developed by: TechLoge

x