সাংবাদিক মুরাদের বড় ভাই ব্যারিস্টার চৌধুরীর জানাজা কাল বুধবার ইস্টলন্ডন মসজিদে
ডেইলিইউকেবাংলা : সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদের বড় ভাই মরহুম আলহ্বাজ ব্যারিস্টার ডক্টর এনাউল কাদির চৌধুরী রউফের জানাজা আগামীকাল ৩জানুয়ারী বুধবার বাদ জোহর (১২:৩০) ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হবে।
মরহুমের জানাজার নামাজের পর সিডকাপস্থ টাওয়ার হ্যামলেটস্ গোরস্থানে দাফন করা হবে। উল্লেখ্য, আইনপেশায় নিয়োজিত নিউরোডের চৌধুরী নামে পরিচিত চৌধুরী রউফ গত ২০ ডিসেম্বর বাংলাদেশ থেকে লন্ডনে আসার পথে বাংলাদেশ বিমানের অভ্যন্তরে হার্টএটাকে আক্রান্ত হয়ে ( ইন্নালিল্লাহি…….রাজিউন) ইন্তেকাল করেন।
মরহুম আলহ্বাজ ব্যারিস্টার ডক্টর এনাউল কাদির চৌধুরী রউফের দেশের বাড়ী বিয়ানীবাজার উপজেলার চারখাই দেউলগ্রাম দলই’র বাড়ী।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী