১৫ জানুয়ারী যুক্তরাজ্য বিএনপির নির্বাচন: জোনাল কমিটির ৫জন করে কাউন্সিলার
ডেইলিইউকেবাংলা।। যুক্তরাজ্য বিএনপির নির্বাচন আগামী ১৫ই জানুয়ারী পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি হলে। নির্বাচনে নতুন করে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। গত ৯ জানুয়ারি যুক্তরাজ্য বিএনপির কাউন্সিল ২০১৮ এর নির্বাচন কমিশনের এক প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয় ।
প্রধান নির্বাচন কমিশনার মাহিদুর রহমান এক প্রেস ব্রিফিং এ জানান যে, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, যুক্তরাজ্য বিএনপি’র অধীনস্ত অনুমোদনকৃত জোনাল কমিটিসমূহের সভাপতি ও সাধারন সম্পাদক পদমর্যাদার সমতুল্য নেতৃবৃন্দের সাথে আরও তিনজন কাউন্সিলার সংযুক্ত করে প্রতি জোন থেকে কার্যকরী কমিটির মোট ৫ জন নেতৃবৃন্দ যথাক্রমে সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি, প্রথম যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদবীধারী নেতৃবৃন্দ কাউন্সিলার হিসেবে ভোট প্রদান করতে পারবেন।
কোন কারণে এই পাঁচজন নেতৃবৃন্দের মধ্যে কেউ যুক্তরাজ্যের বাহিরে অবস্থান করলে, উপরে উল্লেখিত পদবির ক্রমানুসারে পরবর্তী পদাধিকারী কার্যকরী কমিটির সদস্য উক্ত জোনের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রত্যয়নপূর্বক কাউন্সিলার হিসাবে গণ্য হবেন ।
নমিনেশন ফর্ম সংগ্রহের সময় ৫০ (পঞ্চাশ) পাউন্ড অফেরতযোগ্য ফি ধার্য করা হয়েছে । নমিনেশন প্রত্যাহার করা হলে সেক্ষেত্রে নমিনেশন ফি’র এক তৃতীয়াংশ এডমিন ফি হিসেবে কর্তন করা হবে ।
নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। প্রধান নিবাচন কমিশনারকে সহযোগিতা করেন, সহকারী নির্বাচন কমিশনার আব্দুল হামিদ চৌধুরী।
যুক্তরাজ্য বিএনপি’র কাউন্সিল ২০১৮ সম্পন্ন করার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ, সহসভাপতি আবুল কালাম আজাদ, এম লতফুর রহমান, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন, তাজ উদ্দিন, কামাল উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক শরিফুজ্জামান চৌধুরী তপন, নাসিম আহমেদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক শামসুর রহমান মাহতাব, আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, যুবদলের সাবেক আহ্বায়ক দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ, সিনিয়র সদস্য এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, মিসবাউজ্জামান সোহেল, এডভোকেট খলিলুর রহমান, টাওয়ার হেমলেট বিএনপির সভাপতি কাজী ইকবাল হোসেন দেলোয়ার, লন্ডন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজা, সেলিম আহমেদ, আবু নাসের শেখ, টিপু আহমেদ, বশির আহমেদ, লিটন চৌধুরী, ফেরদৌস রহমান প্রমুখ।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী