লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে হামলার প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ

ডেইলিইউকেবাংলা।। খালেদা জিয়ার দুর্নীতি মামলার আগের দিন ৭ফেব্রুয়ারী বুধবার লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনারের কাছে স্মারকলিপি দিতে গিয়ে  ভাংচুর চালায় বিএনপি-জামায়াতের কর্মীরা।

এর প্রতিবাদে ৮ফেব্রুয়ারী বৃহস্পতিবার লন্ডনস্থ বাংলাদেশ  হাই কমিশনের সামনে আওয়ামী লীগের ডাকা বিক্ষোভ সমাবেশে প্রবাসীরা অংশ নেন।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।

সমাবেশে সুলতান মাহমুদ বলেন, “এমন জঘন্য কাজ শুধু বিএনপি-জামায়াতকেই মানায়। একটি দেশের হাই কমিশন বিদেশে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে।

সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন,“হাইকমিশনে জোর করে ঢুকে হামলা ও ভাংচুর করে বিএনপি-জামায়াত প্রমাণ করেছে তারা সন্ত্রাসের রাজনীতি করে, তারা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি চায় না।”

বিক্ষোভ সমাবেশে খালেদা ও তারেককে এতিমের ‘টাকা আত্মসাতকারী ও দুর্নীতির হোতা’ উল্লেখ করে তাদের ছবিতে জুতা নিক্ষেপ করা হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি জালাল উদ্দিন, শামসুদ্দিন মাস্টার, মোজাম্মেল আলী, যুগ্ম সম্পাদক নঈমুদ্দিন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, শিল্প ও বাণিজ্য সম্পাদক আ, স, ম মিসবাহ, জনসংযোগ সম্পাদক রবিন পাল, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ সুরুক মিয়া ,মহিলা সম্পাদিকা মেহের নিগার চৌধুরী, এসেক্স আওয়ামীলীগের সভাপতি কয়েস চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মমেদ নাজিমুদ্দিন, নিউহ্যাম আওয়ামীলীগের সভাপতি মোবারক আলী,  সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, হিত্রো আওয়ামীলীগের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক এলিস চৌধুরী সহ যুক্তরাজ্য যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, যুব মহিলালীগ, তাঁতী লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

সমাবেশে এতিমের ‘টাকা আত্মসাতকারী ও দুর্নীতির হোতা’ হিসেবে খালেদা জিয়ার  ৫ বছরে সাজা হওয়ায়  শোকরিয়া  আদায় করে মোনাজাত পরিচালনা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী এবং পরিশেষে মিষ্টিও বিতরণ করা হয়।

Leave a Reply

More News from যুক্তরাজ্য

More News

Developed by: TechLoge

x