গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার নির্বাচনে মাহবুব মকিস রানা প্যানেলের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্টিত

শাহ শাফি কাদির ।।  গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিয়ন এর উদ্যোগে মাহবুব মকিস রানা প্যানেলের সমর্থনে নির্বাচনী এক সভা অনুষ্টিত হয়েছে।

গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিয়ন এর সভাপতি হেলাল আহমদ তপাদার এর সভাপতিত্বে ও সেক্রেটারি সৈয়দ আবু সাঈদ এর পরিচালনায় অনুষ্টিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট এণ্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের বর্তমান সভাপতি ও সভাপতি প্রার্থী নুরুল ইসলাম মাহবুব, সেক্রেটারি সৈয়দ আব্দুল কাইয়ুম কয়ছর,সাউথ ইষ্ট রিজিয়নের সভাপতি আসগর আলী, সেক্রেটারী শাহ শাফি কাদির, কেন্দ্রীয় জয়েন্টসেক্রেটারি ও সেক্রেটারি প্রার্থী মকিস মনসুর আহমদ,বৃষ্টল বাংলা প্রেসক্লাব সভাপতি ও বাংলাদেশ হাউজ সম্পাদক কামরুল ইসলাম, গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিয়ন এর ট্রেজারার সৈয়দ আকলাকুল আম্বিয়া রাবেল প্রমুখ। বক্তাগণ আগামী ২৫ ফেব্রুয়ারির নির্বাচনে ব্রিটেনে সিলেটি কমিউনিটিকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করা, সকল সদস্য বৃন্দের মধ্যে একতা, ভাতৃত্ববোধ গৌরবোজ্জল ইতিহাস, প্রবাসীদের বিভিন্ন দাবি দাওয়া ও অধিকার আদায়ে জিএসসিকে আরো গতিশীল সংগঠনে পরিণত করতে মাহবুব মকিস রানা প্যানেলেকে ভোট ও সমর্থন প্রদান করার আহ্বান জানান ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ আনোয়ার,বৃষ্টল বাংলা প্রেসক্লাব এর সম্পাদক খায়রুল আলম লিংকন, শাহজাহান তরফদার,সৈয়দ মুয়িদুল ইসলাম, রকিবুর রহমান,আব্দুর রঊফ তালুকদার ,আবু আক্কাছ আনসারি মোস্স্তাক,ছিদ্দীক মিয়াসহ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x