অনুষ্ঠিত হলো বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন ইংল্যান্ড ওমেন শাখার অভিষেক
ডেইলিইউকেবাংলা।। বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন ইংল্যান্ড ওমেন শাখার অভিষেক ১১ফেব্রুয়ারী রবিবার পূর্ব লন্ডনের ব্রাডি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি রুবি হক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জেনিফার সারোয়ার লাক্সমি ,সাংগঠনিক সম্পাদক সেলিনা আক্তার ও দপ্তর সম্পাদক বর্ণালী চক্রবর্তীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারনেস পোলা মনজিলা উদ্দিন।
অথিতি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস এর নির্বাহী মেয়র জন বিগস, ডাঃ আনোয়ারা আলী (এমবিই ), ,রেহানা খানম (অবসরপ্রাপ্ত লেকচারার), কামরুন নাহার মমতা( সোস্যাল ওয়ারকার),কাউন্সিলর মাহবুব আলম, কাউন্সিলর ফিরোজ গনি,শাহীদ আলী(সাবেক ডেপুটি মেয়র টাওয়ার হেমলেট), বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন যুক্তরাজ্য শাখার সভাপতি আবদুল আহাদ চৌধুরী , সোফিয়া তাবেইরা (হিউমেন রাইটস ক্যমপেইনার), বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন যুক্তরাজ্য শাখার সহ সভাপতি জামাল খান ,সহ সভাপতি মেহের নিগার , কমিউনিটি ব্যক্তিত্ব নাসির উদ্দিন হেলাল,আব্দুল আজিজ , মহসীন বখত্ , মুজিবুল হক, কমিউনিটি ব্যক্তিত্ব আবদুর রহিম শামীম, সামসাদুর রাহীন, নাজমা হুসাইন, মুমিত রুহেল, আব্দুল মতিন, নার্গিস আক্তার , সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইয়াসমিন পলিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্মৃতি আজাদ, কুতুবুল আলম, আশিক আহমেদ প্রমুখ। অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রোচে আনচা, কোষাধক্ষ ফাতেমা বেগম, ফারহানা মনি, সুমা, আরতী দাস, দিনা হোসেইন, ফারজানা সেতু, আসমা আলম, ইশরাত জাহান, রীতাবিশাস , রাজিয়া, শারমিন খান, শিল্পী আক্তার এবং শামীমা বেগম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ফরহাদ আহমেদ , খালেদ আহমেদ জয় , সুনারা বিবি, প্রমুখ । অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত তারপরে সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে অথিতিদের মাধ্যমেই বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন ইংল্যান্ড ওমেন শাখার ২১ জন সদস্যকে তাদের BHRC আইডি কার্ড ও সাটিফিকেট প্রদান করা হয় । ২১ সদস্যর সকলেই বিলেতের পাশাপাশি বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশে দাঁড়াবেন বলে জানান সংগঠনের সাংকৃতিক সম্পাদক বাপিতা রয় ও জয়িতা চৌধুরীর ,সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয় । মনোমুগ্ধকর সাংকৃতিক অনুষ্টান .অতিথিদের জন্য ছিল রেফ্যাল ড্র এবং সব শেষে ভাষা শহীদের জন্য একুশের গান দিয়ে অনুষ্টানের সমাপ্তি হয় ।
More News from যুক্তরাজ্য
-
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সভা ও নির্বাচন অনুষ্ঠিত
-
মুজিব বর্ষে লন্ডনে প্রথমবারেরমতো বঙ্গবন্ধু কাপ ক্যারম টুর্নামেন্টের উদ্বোধন
-
সিলেটে রায়হান হত্যার প্রতিবাদে লণ্ডনে ভয়েস ফর জাস্টিস ইউকের মানব বন্ধন
-
ব্রিটেন জুড়ে শাখা ও ফ্রাঞ্চাইজ দিতে বার্মিংহাম মিষ্টি দেশ এর সংবাদ সম্মেলন
-
বছরব্যাপী ৩০টি কর্মপরিকল্পনা নিয়ে মুজিববর্ষ পালন করবে, যুক্তরাজ্যেস্থ বাংলাদেশ হাই কমিশন
-
ব্যারিস্টার নোরা শরীফের মৃত্যুবার্ষিকীতে যুক্তরাজ্য যুব-মহিলালীগের স্মরন সভা