বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউ’কের সভা অনুষ্ঠিত
ডেইলিউকেবাংলা।। বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউ কের উদ্যোগে এক আলোচনা সভা ব্রিকলেনের কাফে গ্রিল রেষ্টুরেন্টে অনুষ্টিত হয়। ১৯ফেব্রুয়ারী সোমবার সংগঠনের সভাপতি ফেরদৌস শেরদিলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: আনোয়ারুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের বক্তব্য রাখেন – মো: মুহিব চৌধুরী , আব্দুল কাদির চৌধুরী মুরাদ , সৈয়দ ফারুক কামাল , এডভোকেট সামছুল হক চৌধুরী , আব্দুল বাছির , এম ইকবাল হোসেন , সৈয়দ বেলাল , জুবায়ের আহমদ, ছরফ রাজ জুবের ও আরো অনেকে ।
সভায় বক্তারা , যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাই কমিশনে বি এন পি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে সংগঠনের সভাপতির নেতৃত্বে তাদের দোসর পাকিস্তানী এজেন্টের সাথে করে হামলার মাধ্যমে যে অপকর্মটি করেছে, যুক্তরাজ্য বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় । সভায় বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির অবমাননা প্রক্ষান্তরে মুক্তিযুদ্ধ বাংলাদেশ ও বাঙালী জাতিকে অবমাননার সামিল। এই দৃষ্টতা কোন জাতিই মেনে নিতে পারে না।
সভায় আগামী ২৬ শে ফেব্রুয়ারি সোমবার রাত ৮ টায় শহীদ দিবসের আলোচনা ও আগামী ৯ ই এপ্রিল সংগঠনের নতুন কমিটির অভিষেক অনুষ্টান নিয়ে মক্কা গ্রিল রেস্টুরেন্টে আলোচনা অনুষ্টিত হবে। এতে সংগঠনের সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয় ।
সভায় যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক সভাপতি , বঙ্গবন্ধু ফাউন্ডেশনের অন্যতম নেতা জুবায়ের আহমদের মাতার মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করা হয় এবং তাহার বিদ্বেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী