যুক্তরাজ্য প্রবাসীর অর্থায়নে দেউলগ্রাম উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন”

ডেইলিইউকেবাংলা।। ।।  উদ্বোধন করা হলো দেউলগ্রাম দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় শহীদ  মিনার।  বিয়ানীবাজার উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের দেউলগ্রামে ৮১ বছর পূর্বে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দেউলগ্রাম দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী ও শিক্ষদের বহুল প্রতিক্ষিত শহীদ  মিনারটি নির্মিত হয় যুক্তরাজ্য প্রবাসী জাকারিয়া আহমদ হিরার নিজস্ব অর্থায়নে।

২০ফেব্রুয়ারী মঙ্গলবার শহীদ  মিনারটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশর শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা  আতাউর রহমান খান ও বিয়ানীবাজার পৌরসভার  মেয়র  মোঃ আব্দুস শুকুর ।

শহীদ  মিনারটির  উদ্বোধনকালে বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আতাউর রহমান খান বলেন,  জাকারিয়া আহমদ হিরার কাজে প্রমান করে তিনি একজন প্রকৃত দেশ প্রেমিক । ভাষা শহিদদের প্রতি রয়েছে তার অগাদ ভালবাসা ও শ্রদ্ধা, তার নাম যেমন হিরা তিনি হিরারমত একটি কাজ করেছেন । তার এই কাজ আজীবন বর্তমান এবং ভবিষৎ প্রজন্ম স্মরন করবে ।

এসময় বিয়ানীবাজার পৌরসভার  মেয়র  মোঃ আব্দুস শুকুর বলেন, এশহীদ মিনার প্রতিষ্ঠার মাধ্যমে মাতৃভাষার জন্য প্রাণ উৎসর্গীকৃত শহীদদের স্মরণ ও তাঁদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে এলাকাবাসী যে সুযোগ পেলো একারণে যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী, দাতা জাকারিয়া আহমদ হিরাকে তাঁর বধ্যান্যতার জন্য এলাকাবাসী স্মরণ রাখবে।

হাজি আব্দুর রাজ্জাকের  সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক  অসিম কান্তির পরিচালনায়  উদ্ভোধনী এ সভায়  আরো বক্তব্য রাখেন বিয়ানীবাজার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  আহমদ হোসেন বাবুল, প্রধান শিক্ষক মিফতাহুল বর চৌধুরী, হোসাইন আহমদ এনু, সেবুল রেজা, মোঃ আলী হোসেন এবং আরো অনেকে ।

উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসী জাকারিয়া আহমেদ হীরার পিতা সেক্রেটারী হিসেবে সমধিক পরিচিত মরহুম হাবিবুর রহমানও শিক্ষানুরাগী,সমাজসেবী, সর্বজন শ্রদ্বেয় একজন সম্মানিত ব্যক্তি ছিলেন।

Leave a Reply

More News from সিলেট

More News

Developed by: TechLoge

x