২৬ ফেব্রুয়ারী মরহুম আব্দুল মতলিবের জন্য ব্রিকলেন মসজিদে দোয়া মাহফিল
এম,মাসুদ আহমদ ।। যুক্তরাজ্যে বিয়ানীবাজার ভিত্তিক মুখ্য সংগঠন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাষ্ট,প্রগতি এডুকেশন ট্রাষ্ট, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ও বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউ’কের সমন্বিত উদ্যোগে কমিউনিটি ব্যক্তিত্ব, রাজনীতিবিদ,সমাজকর্মী, সাদা মনের মানুষ সদ্য প্রয়াত মরহুম আব্দুল মতলিবের রুহের মাগফিরাত কামনায় সোমবার ২৬ ফেব্রুয়ারী বাদ এশা সাড়ে ৭টায় ব্রিকলেন জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে ।
জীবদ্দশায় তিনি যুক্তরাজ্য আওয়ীলীগের কোষাধ্যক্ষ, ট্রাস্টের উপদেষ্টা, সমিতির সভাপতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।তাছাড়া বিয়ানীবাজারের বিভিন্ন দূর্যোগে প্রবাসে তহবিল সংগ্রহে অগ্রনী ভুমিকা পালন করেন।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রবাসী বিয়ানীবাজারবাসী সহ সকলকে উপস্হিত থাকার জন্য সংগঠনগুলোর নেতৃবৃন্দ অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা ও বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি,বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের অন্যতম উপদেষ্টা,যুক্তরাজ্য আওয়ামীলীগের সাবেক কোষাধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মতলিব ২১ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ সময় ভোর ৬ টায় বিয়ানীবাজার উপজেলার পুরুষপাল গ্রামে তিনির নিজ বাড়ীতে আকস্মিক ভাবে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…….রাজিউন।
ওইদিন ২১ ফেব্রুয়ারি মরহুমের নামাজে জানাজা বাদ আসর পুরুষপাল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠানের পর স্থানীয় কবরস্থানে তাঁকে সমাহিত করা ।
মরহুম আলহাজ্ব আব্দুল মতলিব মারা যাওয়ার মাত্র ৫দিন পূর্বে ১৬ ফেব্রুয়ারি শুক্রবার স্বস্ত্রীক বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে যান।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী