সিলেটে ওয়াজ নিয়ে সংঘর্ষে মাদ্রাসা ছাত্র নিহত

নিউজ ডেস্কঃ সিলেটের জৈন্তাপুরে মাহফিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে পঞ্চাশজন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাংলাবাজার আমবাড়িতে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার এক পুলিশ কর্মকর্তা। নিহত মাদ্রাসা ছাত্রের নাম মোজাম্মেল হোসেন। তিনি উপজেলার হরিপুর মাদ্রাসার ছাত্র। দায়িত্বশীল সূত্র অনুযায়ী, সুন্নি মতাদর্শের ওই মাহফিলে ওয়াজকে কেন্দ্র করে ওয়াহাবি মতাদর্শের লোকদের সঙ্গে সংঘর্ষ হয়।এতে আহত হয়ে ঘটনাস্থলেই ওই ছাত্রের মৃত্যুবরণ করেন ওই মাদ্রাসাছাত্র। প্রায় চার ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষে সিলেট-তামাবিল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ আহতদের নাম জানাতে পারেনি। তবে আহতরা সিলেট ওসমানী মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানানো হয়।

Leave a Reply

More News from সিলেট

More News

Developed by: TechLoge

x