মরহুম আব্দুল মতলিবের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্টিত
স্টাফ রিপোর্টার, ডেইলিইউকেবাংলা।। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, রাজনীতিবিদ,সমাজকর্মী, সাদা মনের মানুষ সদ্য প্রয়াত মরহুম আব্দুল মতলিবের রুহের মাগফিরাত কামনায় সোমবার ২৬ ফেব্রুয়ারী বাদ এশা ব্রিকলেন জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাষ্ট, প্রগতি এডুকেশন ট্রাষ্ট,বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ও বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউ’কের যৌথ উদ্যোগে অনুষ্টিত দোয়া মাহফিলে দল মত নির্বিশেষে সর্বস্হরের প্রবাসী বিয়ানীবাজারবাসী সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এতে উপস্হিত ছিলেন।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন প্রবীন মুরব্বি আলহাজ্ব সামছ উদ্দিন খান,সমিতি ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি আসেক আহমদ আসুক,জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি আব্দুস শফিক, ট্রাস্টের সাবেক সভাপতি রউফুল ইসলাম, ফয়জুর রহমান খান,নুরুল ইসলাম মছা,ওয়েলফেয়ার ট্রাস্টের কোষাধ্যক্ষ মামুন রশিদ, প্রগতি এডুকেশন ট্রাস্টের সভাপতি হাবিবুর রহমান ময়না,কোষাধ্যক্ষ ময়নুল হক,বিয়ালীবাজার থানা জনকল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর খান,জনকল্যাণ সমিতির সভাপতি আব্দুল করিম নাজিম, সমিতির সাবেক সেক্রেটারি মোং নাজিমুদ্দিন,ওয়েলফেয়ার ট্রাস্টের যুগ্ম সম্পাদক মাহবুব আহমদ, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম মাসুদ আহমদ, প্রগতি এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারন সম্পাদক করিম উদ্দিন, শামীম লোদী, ইকবাল হোসেন বুলবুল,সাংবাদিক তাইছির মাহমুদ,আব্দুল কাদির চৌধুরী মুরাদ,জনকল্যাণ সমিতির সা: সম্পাদক আনোয়ার আহমদ,মুজিবুর রহমান এখলাছ, শামীম আহমদ,মুজিবুর রহমান চুনু,বিলাল মোহাম্মদ ফাহিম টুনা,দিলওয়ার হোসেন,মাহমুদ সেলিম,লুৎফুর রহমান ছায়াদ,সিরাজ উদ্দিন,ইসলাম উদ্দিন,শিহাব উদ্দিন কাজল,জাকির হোসেন,সাহেদ আহমদ,আকবর হোসেন রবিন, আতিক হোসেন,আব্দুল অদুদ, মুজাহিদুল ইসলাম,দেলোয়ার হোসেন দিলু,এমরান আহমদ,আমিনুর রহমান সেলিম,মিসবা রহমান,ফরহাদ হোসেন টিপু,দেলোয়ার হোসেন লিটন,আলা উদ্দিন,সুরমান খান,দিলাল আহমদ,কামরুল হোসেন মুন্না,জুবের আহমদ, মারুফ আহমদ,অজি উদ্দিন,জসিম উদ্দিন,সুলতান আহমদ,আবু আহমদ ছরওয়ার,খায়রুল ইসলাম আলীম,আব্দুল বাছির, শামীম আহমদ,সাহবুর রহমান,রফিক উদ্দিন,নুরুজ্জামান, আবিদুর রহমান শিমু, আমিনুল ইসলাম,ছওয়াফ উদ্দিন, সামছুল হক এহিয়া,এবাদুর রহমান,জইন উদ্দিন পাপলু, সাদেক আহমদ,ফাজায়েল আহমদ তারেক,মানিক হোসেন,মুজিব রহমান, মুমিনুল ইসলাম লিমন,কামাল হোসেন, জামাল হোসেন প্রমুখ।
জীবদ্দশায় মরহুম আব্দুল মতলিব যুক্তরাজ্য আওয়ীলীগের কোষাধ্যক্ষ, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের উপদেষ্টা, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির সভাপতি, বাংলাদেশ সেন্টারের সহসভাপতি, লন্ডনে পিএইচজি হাইস্কুলের শতবর্ষ উদযাপন কমিটির অন্যতম উপদেষ্টা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।তাছাড়া বিয়ানীবাজারের বিভিন্ন দূর্যোগে প্রবাসে তহবিল সংগ্রহে অগ্রনী ভুমিকা পালন করেন।
উল্লেখ্য,মরহুম আব্দুল মতলিব ২১ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ সময় ভোর ৬ টায় বিয়ানীবাজার উপজেলার পুরুষপাল গ্রামে তিনির নিজ বাড়ীতে আকস্মিক ভাবে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…….রাজিউন।
ওইদিন ২১ ফেব্রুয়ারি মরহুমের নামাজে জানাজা বাদ আসর পুরুষপাল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠানের পর স্থানীয় কবরস্থানে তাঁকে সমাহিত করা ।
মরহুম আলহাজ্ব আব্দুল মতলিব মারা যাওয়ার মাত্র ৫দিন পূর্বে ১৬ ফেব্রুয়ারি শুক্রবার স্বস্ত্রীক বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে যান।
More News from যুক্তরাজ্য
-
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সভা ও নির্বাচন অনুষ্ঠিত
-
মুজিব বর্ষে লন্ডনে প্রথমবারেরমতো বঙ্গবন্ধু কাপ ক্যারম টুর্নামেন্টের উদ্বোধন
-
সিলেটে রায়হান হত্যার প্রতিবাদে লণ্ডনে ভয়েস ফর জাস্টিস ইউকের মানব বন্ধন
-
ব্রিটেন জুড়ে শাখা ও ফ্রাঞ্চাইজ দিতে বার্মিংহাম মিষ্টি দেশ এর সংবাদ সম্মেলন
-
বছরব্যাপী ৩০টি কর্মপরিকল্পনা নিয়ে মুজিববর্ষ পালন করবে, যুক্তরাজ্যেস্থ বাংলাদেশ হাই কমিশন
-
ব্যারিস্টার নোরা শরীফের মৃত্যুবার্ষিকীতে যুক্তরাজ্য যুব-মহিলালীগের স্মরন সভা