ই-ফ্যাশনের উদ্যেগে লন্ডনে এশিয়ার বৃহত্তম টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের প্রদর্শনী
নিউজ ডেস্ক,লন্ডনঃ লন্ডন এক্সপো ২০১৮আয়োজনকে সামনে রেখে এক সংবাদ সন্মেলন অুনষ্ঠিত হয়েছে।বৃহ:পতিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে এই সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।এই সময় লিখিত বক্তব্য পাঠ করেন ই-ফ্যাশনের এর সিইও লুৎফুর রহমান।তিনি জানান,আগামী ৪ ও ৫মে সেন্ট্রাল লন্ডনের অভিজাত ভেন্যুতে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন টেক্সটাইল ও গার্মেন্টস প্রতিষ্ঠান অংশ গ্রহন করবেন।তৈরি পোশাক খাতের আন্তর্জাতিক এ প্রদর্শনীতে মূলত টেক্সটাইল ও গার্মেন্ট সেক্টরের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজস্ব পণ্য প্রদর্শন করবে।এছাড়া স্টল বরাদ্ধের জন্য ২ ক্যাটেগরিতে খুবই সীমিত চার্জ ধার্য করা হয়েছে। সংবাদ সন্মেলনে আরো জানানো হয়,এই প্রদর্শনীর মাধ্যমে ভোক্তা এবং উদ্যোক্তাদের জন্য একটি যুগোপযোগী প্লাটফর্ম তৈরি করা হবে,ফলে যোগাযোগের মাধ্যমে উদ্যোক্তারা নতুন নতুন প্রযুক্তি ও সেবার সঙ্গে পরিচিত হতে পারবে।এই সুযোগের ফলে সবার মধ্যে সেতুবন্ধন গড়ে উঠবে, যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানান আয়োজকরা।এসময় আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন,গোলাম কিবরিয়া শিমুল,ফারুক হোসেন,মিসেস তেরেসা,মাহবুব রহমান প্রমূখ।
More News from যুক্তরাজ্য
-
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সভা ও নির্বাচন অনুষ্ঠিত
-
মুজিব বর্ষে লন্ডনে প্রথমবারেরমতো বঙ্গবন্ধু কাপ ক্যারম টুর্নামেন্টের উদ্বোধন
-
সিলেটে রায়হান হত্যার প্রতিবাদে লণ্ডনে ভয়েস ফর জাস্টিস ইউকের মানব বন্ধন
-
ব্রিটেন জুড়ে শাখা ও ফ্রাঞ্চাইজ দিতে বার্মিংহাম মিষ্টি দেশ এর সংবাদ সম্মেলন
-
বছরব্যাপী ৩০টি কর্মপরিকল্পনা নিয়ে মুজিববর্ষ পালন করবে, যুক্তরাজ্যেস্থ বাংলাদেশ হাই কমিশন
-
ব্যারিস্টার নোরা শরীফের মৃত্যুবার্ষিকীতে যুক্তরাজ্য যুব-মহিলালীগের স্মরন সভা