বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম বার্মিংহাম শাখার আহবায়ক কমিটি গঠিত

আব্দুল কাদির চৌধুরী মুরাদ ।। বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম যুক্তরাজ্যের বার্মিংহাম শাখার আহবায়ক কমিটি গঠিত হয়েছে। ২৮ফেব্রুয়ারী বুধবার পূর্বলন্ডনের হোয়াইচ্যাপলের একটি রেস্টরেন্টে এক মতবিনিময় সভায় হোসাইন আহমেদ আহবায়ক ও মুস্তাফিজুর রহমান (দিপু শেখ)কে যুগ্ম আহবায়ক করে বার্মিংহাম শাখার আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম যুক্তরাজ্যের সভাপতি মোহাম্মদ নাজিমুদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদ।

মতবিনিময় সভাকালে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম যুক্তরাজ্যের উপদেষ্টা আব্দুল আহাদ চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগ কার্য্যকরী পরিষদের অন্যতম সদস্য আহমেদ হাসান, যুক্তরাজ্য আওয়ামীযুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান, যুক্তরাজ্য সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল ইসলাম বাচ্চু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম যুক্তরাজ্যের সভাপতি মোহাম্মদ নাজিমুদ্দিন, সহ-সভাপতি আসুক আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম লন্ডন মহানগর শাখার নেতা ইমাম হোসেন  প্রমুখ।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম যুক্তরাজ্য দীর্ঘদিন যাবৎ বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস ও বাঙালি সংস্কৃতি বিকাশের লক্ষ্যে এবং অপসংস্কৃতির বিরুদ্ধে নিরলস ভাবে  কাজ করে যাচ্ছে। তাঁরই ধারাবাহিকতায় বাংলাদেশ সহ বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম সংগঠনকে বিস্তারের জন্য যুক্তরাজ্যের বার্মিংহাম শাখার আহ্বায়ক কমিটি প্রণয়নের সিদ্ধান্ত গৃহিত হয়। সে আলোকে হোসাইন আহমেদ আহবায়ক ও মুস্তাফিজুর রহমান (দিপু শেখ)কে যুগ্ম আহবায়ক করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম যুক্তরাজ্যের বার্মিংহাম শাখার শাখার একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এদিকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম যুক্তরাজ্যের বার্মিংহাম শাখার আহ্বায়ক কমিটি গঠিত হওয়ায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম যুক্তরাজ্যের সাংগঠনিক সম্পাদক শাহ শাফি নব-গঠিত বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম যুক্তরাজ্যের বার্মিংহাম শাখার আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে নব-গঠিত এ কমিটি বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস ও বাঙালি সংস্কৃতি বিকাশের লক্ষ্যে এবং অপসংস্কৃতির বিরুদ্ধে নিরলসভাবে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

More News from যুক্তরাজ্য

More News

Developed by: TechLoge

x