লন্ডনে শফিক চৌধুরীর সাথে বিশ্বনাথ বালাগঞ্জ ওসমানী নগর বাসীর মত বিনিময় সমাবেশ
ডেইলিইউকেবাংলা: সিলেট-২ এর সাবেক সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বিশ্বনাথ বালাগঞ্জ ওসমানী নগরের উন্নয়নের রাজনীতিই আমার রাজনীতি, এমপি হিসেবে আমার পাঁচ বছরই ছিল উন্নয়নের স্বর্ণযুগ, বিশেষ করে রাস্তা ঘাট, পুল কালবাট, বিদ্যুতায়নসহ প্রকৃত ঊন্নয়ন মানুষের কাছে পৌছে দিয়েছি, সন্ত্রাসীদের বিতাড়িত করে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে এনছিলাম, তিনি ৫ মার্চ সোমবার লন্ডনে অভিজাত অটোরিয়াম হলে বিশ্বনাথ বালাগঞ্জ ওসমানী নগর বাসীর এক সমাবেশে এসব কথাবলেন।
বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক কমিউনিটি নেতা আলহাজ আফতাব আলীর সভাপতিত্বে ও যুক্তরাজ্যে আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ ও যুক্তরাজ্যে আওয়ামীলীগের জনসংযোগ সম্পাদক ও বালাগঞ্জ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সভাপতি রবীন পালের পরিচালনায় অনুষ্ঠিত হাজার লোকের সমাবেশে তিনি বলেন বাংলাদেশের সফল প্রধানমনমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়ন ও সমৃদ্ধি এসেছে, এই অগ্রযাত্রা অভ্যাহত রেখে একটি উন্নত সমৃদ্ধি বাংলাদেশ গড়তে জননেত্রী ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় নিয় আসতে হবে। তিনি জননেত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা দীর্ঘায়ু কামনা করে বলেন তারা আমকে যে বিশ্বাস করেন ভাল বাসেন প্রয়োজনে তা আমার জীবন দিয়ে হলেও রক্ষা করবো। তিনি বলেন বিশ্বনাথ বালাগঞ্জ ওসমানী নগরের সিট ঐতিহাসিক ভাবে আওয়ামীলীগের ঘাটি নৌকার ঘাটি শেখ হাসিনার ঘাটি এই সিট এবার কোন বাড়াটিয়া নিয়ে যেতে পারবেনা। ইনশাআল্লাহ আপনাদের সেবক, আপনাদের স্নেহের শফিকই নমিনেশন পাবে। তিনি মুক্তিযোদ্ধের পক্ষের সকল প্রবাসীদের আগামী নির্বাচনে দেশে গিয়ে নৌকার পক্ষে নির্বাচনে কাজ করতে দেশে যাওয়ার আহবান জানান। শফিক চৌধুরী বিএনপি জামাতের দুঃশাসনের চিত্র তুলে ধরে বলেন তারা বাংলাদেশকে একটি সন্ত্রাসবাদ ও জঙ্গিদের আখড়ায় পরিনত করেছিল, রাস্ট্রের হাজার হাজার কোটি টাকা লুট পাঠ করেছে এমনকি এতিমের টাকাও আত্মসাত করেছে, খালেদা জিয়া তার শাস্তি ভোগ করছে, তিনি বলেন বাগদাদের চোর খ্যত একুশে আগস্টের গ্রেনেড হামলার পরিকল্পনাকারী কুখ্যাত তারেক জিয়া লন্ডনে বসে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তার ইন্দনে বাংলাদেশ হাইকমিশনে সন্ন্ত্রাসী হামলা হয়েছে, অভিলম্বে তাকে দেশে ফিরিয়ে নিয়ে তার কুকর্মের শাস্তির ব্যবস্থা করা হবে। তিনি শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. জাফর ইকবালে উপর সন্ত্রী হামলার নিন্দা জানিয়ে বলেন বিএনপি জামাতের মদদেএই হামলা হয়েছে, তিনি যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত নেতাকর্মীদের কৃতজ্ঞতা জানান।
অসুস্থতার জন্য সভায় আসতে না পেরে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তৃতা করেন প্রখ্যাত সাংবাদিক অমর একুশে গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরী তিনি শফিক চৌধুরীর পারিবারিক ঐতিহ্য তুলে ধরে মুক্তিযুদ্ধে তার পরিবারের অবদানের কথা স্মরন করে বলেন জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে বাংলাদেশের জাতীয় সংসদে যুক্তরাজ্যে প্রবাসী ও বিশ্বনাথ বালাগঞ্জ ওসমানী নগর বাসীর তিনিই একমাত্র যোগ্য প্রতিনিধি, তিনি শফিক চৌধুরীর সফলতা কামনা করে বলেন আমি আশাকরি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনিই নৌকা প্রতিকে নির্বাচনে করে সংসদ সদস্য হয়ে জনগণের সেবায় ব্রতি হবেন।
সভায় বিশেষ অতিথির বক্তৄতা করেন, টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস, যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান, মাহমুদ শরীফ, বিশেষ অতিথির বক্তৄতা করেন, যুক্তরাজ্যে আওয়ামীলীগের ঊপদেস্টা পরিষদের চেয়ারম্যান আলহাজ শামসুদ্দিন খান, যুক্তরাজ্যে আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ জালাল ঊদ্দিন । যুক্তরাজ্যে আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক যুক্তরাজ্যে আওয়ামীলীগের সহসভাপতি ও বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাবেক চেয়ারম্যান শাহ আজিজুর রহমান, টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পীকার আব্দুল মুকিত চুনো এমবিই, কাউন্সিল সিরাজুল ইসলাম, সাবেক কাউন্সিল আকিকুর রহমান, সাবেক কাউন্সিল আব্দুস শুকুর, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব সাজ্জাদ মিয়া, বিশ্বনাথ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ পংকি খান, বালাগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর খালিসাদার, বালাগঞ্জ এডুকেশন ট্রাস্টের সাবেক চেয়ারম্যান আনহার মিয়া, বালাগঞ্জ এডুকেশন ট্রাস্টের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া,বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাবেক চেয়ারম্যান একেএম সেলিম, লন্ডন মহানগর আওয়ামীলীগের সভাপতি নুরুল হক লালা মিয়া, সাধারন সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, যুক্তরাজ্যে আওয়ামীলীগের প্রবাস কল্যান সম্পাদক আনছারুল হক, ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক এম এ করিম, যুক্তরাজ্যে আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের নিগার চৌধুরী, নিঊহাম আওয়ামীলীগের সভাপতি মোবারক আলী, বালাগঞ্জ ঊপজেলা সমিতির সাবেক সভাপতি নুরুল হক নুর আলী, বালাগঞ্জ ঊপজেলা সমিতির সাবেক সভাপতি অধ্যাপক মসুদ আহমদ, যুক্তরাজ্যে আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি সম্পাদক এস এম সুজন মিয়া, বালাগঞ্জ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারন সম্পাদক সৈয়দ তাজির উদ্দিন মান্নান , যুক্তরাজ্যে আওয়ামীলীগের সহপ্রচার সম্পাদক লুতফুর রহমান ছায়েদ।
সভায় আরো বক্তৃতা করেন মানচেস্টার আওয়ামীলীগের সভাপতি সুরাবুর রহমান, নর্থাম্পাটন আওয়ামীলীগের সভপতি এম এ রঊফ, কভেন্টি আওয়ামীলীগের সভাপতি মকদ্দুছ আলী, ওল্ডহাম আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোফাজ্জিল খান, মদরিছ আলী, এম এ মল্লিক, ফয়ছল আহমদ, নর্থওয়েলস আওয়ামীলীগের সৈয়দ মোশতাক আলী, এটিএম লোকমান, রসডেল আওয়ামীলীগের আব্দুল বাছিত, মোহাম্মদ সুহেল মিয়া, দিলসাদ মিয়া, সৈয়দ আলিফ মিয়া,লুটন আওয়ামীলীগের মোশাহিদ আলী বেলাল, মোস্তাফিজুর রহমান রুহুল মজনু মিয়া, যুবলীগ সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, বামিংহামে রহমত আলী, নরঊইচ আওয়ামীলীগের কাউন্সিল ফলিক চৌধুরী ছালিক, ইপসুইস আওয়ামীলীগের আহবায়ক এমএঅদুদ, সদস্য সচিব আবুল লেইছ, এসেক্স আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কয়েছ চৌধুরী, লন্ডন আওয়ামীলীগের সহসভাপতি মইনুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল হেলাল চৌধুরী সেলিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক জিলু, এডভোকেট মুজিবুর রহমান, যুক্তরাজ্যে মহিলা আওয়ামীলীগের সহসভাপতি হোসনে আরা মতিন, রাহেলা শেখ, মুন কুরেশী, সাংবাদিক আনছার আহমদ উল্লাহ, আহাদ চৌধুরী বাবু,শাহ বেলাল, ওসমানী নগর যুবলীগের সহ সভাপতি জাবেদ আহমদ আম্বিয়া, যুক্তরাজ্যে যুবলীগের সহ সভাপতি মতব্বির আসী মতব, সহ সভাপতি রাজু মন্তর, মতব্বীর হোসেন চুনো, আনোয়ারুল ইসলাম, আনোয়ারুল হক হেলাল, আব্দুল খালিক, ফরহাদ চৌধুরী , মুজিবুর রহমান আব্দুল অদুদ মকুল, আফজল হোসেন সিদ্দিক মিয়া হারুনুর রশীদ, মতিউর রহমান, সৈয়দ ম্রতুজা আলী, সালহ আহমদ আবতার মিয়া, মোদাব্বির হোসেন মধু, মনির ঊদ্দিন বশীর,আশরাফুল ইসলাম, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক বাবুল খান, কৃষক লীগের সদস্য সচিব এমএ আলী, যুগ্ম আহবায়ক মুহিব চৌধুরী, শ্রমিক লীগের শামীম আহমদ, ইকবাল হোসেন, আরোখ চৌধুরী,শামল হক চৌধুরী, সৈয়দ বেলাল, সেচ্ছাসেবক লীগের ইন্জিনিয়ার শামসুল ইসলাম বাচছু, আহবাব মিয়া, মোছাদ্দেক হোসেন কামালী, আবুল কালাম, আকিক খান,কমিউনিটি নেতা আলহাজ ওসমন গনি, মাওলানা আব্দুল মালিক, আব্দুল হেলাল, জিলু মিয়ান কয়ছর আহমদ,বদরুল ইসলাম, আতা মিয়া, আজিজুর রহমান চৌধুরী, শাহ জয়নাল আবেদিন, মশিউর রহমান চৌধুরী মিটু, মুস্তাফিজুর রহমান চৌধুরী লিটন, মানিক খান, জাকারিয়া চৌধুরী, আবলুস মিয়া, আরফিক মিয়া, সজ্জাদ মিয়া, আনছার মিয়া,তুরন মিয়া,গয়াছ মিয়া, মজুমদার মিয়া আব্দুল হান্নান, খালিছুর রহমান খালিছ, ঊস্তার মিয়া, মানিক মিয়া, আব্দুল সোবহান বারী, আফছর মিয়া ছোট, শাহজাহান আলী, হাবিব আলী, নজরুল ইসলাম অকিব, লিয়াকত আলী, সুরমান হোসেন মেম্বার, জলিল চৌধুরী, বাবুল খান, ছাদ মিয়া, মুক্তিযোদ্ধা এম এ রউফ, আব্দুল হামিদ শিকদার, আছাদুর রহমান আছাদ, আজম খান, জুহেদ আহমদ, ইসলাম উদ্দিন, দারা মিয়া, লিটন মিয়া, জয়নাল মিয়া, সিদ্দিকুর রহমান, আব্দুল হান্নান,সিরাজুল ইসলাম, রিপন মিয়া, জিয়াউল হক জিয়া, ফারুক আহমদ; কবি ছড়াকার হিলাল সাইফ, সুয়েজ মিয়া, তহুর আলী ও আরো অনেকে।
More News from যুক্তরাজ্য
-
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সভা ও নির্বাচন অনুষ্ঠিত
-
মুজিব বর্ষে লন্ডনে প্রথমবারেরমতো বঙ্গবন্ধু কাপ ক্যারম টুর্নামেন্টের উদ্বোধন
-
সিলেটে রায়হান হত্যার প্রতিবাদে লণ্ডনে ভয়েস ফর জাস্টিস ইউকের মানব বন্ধন
-
ব্রিটেন জুড়ে শাখা ও ফ্রাঞ্চাইজ দিতে বার্মিংহাম মিষ্টি দেশ এর সংবাদ সম্মেলন
-
বছরব্যাপী ৩০টি কর্মপরিকল্পনা নিয়ে মুজিববর্ষ পালন করবে, যুক্তরাজ্যেস্থ বাংলাদেশ হাই কমিশন
-
ব্যারিস্টার নোরা শরীফের মৃত্যুবার্ষিকীতে যুক্তরাজ্য যুব-মহিলালীগের স্মরন সভা